প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নিরামিষভোজী? তাই নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নয়া দিল্লিতে একটি জনসভা থেকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে ইদে মুসলিমদের খাবার পাঠানো মন্তব্য নিয়ে আক্রমণ করতে গিয়ে এই প্রশ্ন তোলেন। পাশাপাশি মোদীকে এর আগে মুখোমুখি ডিবেটে বসার জন্য চ্যালেঞ্জ করেছিলেন রাহুল গান্ধী। এদিনও রাহুল মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন তিনি জানেন মোদী তাঁর সঙ্গে ডিবেটে বসবেন না।
আরও পড়ুন: রাহুল এবার বিয়ে করুক,ছেলেপুলে হোক, সুখী থাকুক,ভাইকে নিয়ে আর কী বললেন প্রিয়াঙ্কা?
লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে লাগাতার ধর্মীয় মেরুকরণের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সম্প্রতি রাজস্থানের বাঁশওয়ারায় একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেছিলেন, ‘হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দিতে চায় কংগ্রেস।’ তাঁর এই মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। তবে কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকারে মোদী দাবি করেছিলেন, তিনি যখন ছোট ছিলেন তখন ইদের দিন মুসলিমরা তাঁর বাড়িতে খাবার পাঠাতেন। সেই খাবার তিনি খেতেন। তাই নিয়ে এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীর উদ্যেশ্যে রাহুলের প্রশ্ন, ‘আপনি তো নিজেকে একজন নিরামিষভোজী বলে থাকেন। ২৪ ঘণ্টা সেই কথায় বলেন। তাহলে কি আপনি নিরামিষভোজী নন?’ এরপরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এবার নতুন নরেন্দ্র মোদী এসেছেন। যিনি ভালোমতোই বুঝতে পেরেছেন যে এবার জনগণ তাঁকে বাই বাই করবেন। তার জন্য এখন সবকিছুই বলছেন তিনি।’
অন্যদিকে, এর আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ডিবেটের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। যদিও সেই চ্যালেঞ্জের এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এখনও মোদীর তরফে কোনও উত্তর আসেনি। তবে ডিবেট নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাহুল গান্ধী। একই সঙ্গে ডিবেট হলে প্রধানমন্ত্রীকে কী কী প্রশ্ন করবেন এদিনের সভা থেকে তা জানিয়ে দেন রাহুল গান্ধী।
তিনি বলেন, ‘সম্প্রতি কিছু সাংবাদিক আমাকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে মুখোমুখি ডিবেটের কথা জানিয়েছেন। তারা বলেছেন গণতন্ত্রে ডিবেট হওয়া প্রয়োজন।’ রাহুল গান্ধী বলেন, ‘আমি যে কোনও জায়গায়, যে কোনও দিন প্রধানমন্ত্রীর সঙ্গে ডিবেটে রাজি আছি। কিন্তু, আমি জানি প্রধানমন্ত্রী কোনওভাবেই ডিবেটে বসবেন না।’
ডিবেটে কী কী প্রশ্ন করবেন সেকথাও জানান রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদীকে প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটি হল আদানির সঙ্গে আপনার সম্পর্ক কী। ভারতে এদের আপনি এয়ারপোর্ট দিয়েছেন, পরিকাঠামো দিয়েছেন, প্রতিরক্ষার দায়িত্ব তুলে দিয়েছেন। আপনি এদের জন্য অগ্নিবীর করেছেন জওয়ানদের অধিকার শুনেছেন কেড়ে নিয়েছেন। তাহলে সবার আগে বলুন যে আদানির সঙ্গে আপনার কী সম্পর্ক আছে।’ এছাড়াও নির্বাচনী বন্ড সহ একাধিক বিষয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করতে চান বলে জানান রাহুল।