রাজ্যে শেষ দফার ভোট প্রচারে এসে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার অশোকনগরে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমজারের সমর্থনে জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের কাছে রেখা পাত্রের মতো বক্তব্য রাখতে পারে এমন একটাও নেতা নেই।
আরও পড়ুন: এবার রাজপথে ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা, নেপথ্যে সেই পরেশ পাল, BJP-র প্রশ্ন কার?
পড়তে থাকুন: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দিল হাইকোর্ট
এদিন অশোকনগরের হরিপুরে বিজেপির সভামঞ্চে প্রধানমন্ত্রীর ডান দিকে বসেছিলেন রেখা। প্রধানমন্ত্রীর ঠিক আগে বক্তব্য রাখেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রেখা পাত্র ২০০০ টাকায় তৃণমূলের কাছে বিক্রি হবে না। সে আপনাদের সঙ্গেই থাকবে। আর লোকসভা ভোটে বিজেপি শক্তিশালী হলে সন্দেশখালির আরও মা - বোনেরা মুখ খুলবেন।
এর পর বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্দেশখালির বোনেরা সুবিচার চাওয়ায় তৃণমূল তাদেরই নিশানা বানিয়ে ফেলল। বসিরহাটের প্রার্থী বোন রেখা পাত্র এখানে আছেন। কী সুন্দর বক্তব্য রাখলেন উনি। তৃণমূলের কাছে রেখা পাত্রের মতো বক্তব্য রাখতে পারে এমন একটাও নেতা নেই। দেশ দেখছে কী ভাবে এক গরিবের মেয়েকে বিজেপি দেশের সংসদে সসম্মানে পৌঁছে দিতে এত বড় পদক্ষেপ করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত এটা পবিত্র কাজ। এটা নারী শক্তির সম্মান রক্ষার লড়াই। রেখ পাত্র জয়ী হলে ভারতের মহিলাদের আওয়াজ দেশের সংসদে তুলে ধরবেন। আমি ওনার সাহসের প্রশংসা করছি। কারণ উনি এত ক্ষমতাশালী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। উনি নিজে মা দুর্গার প্রকৃত উপাসক বলে মনে হয়।’
আরও পড়ুন: শাহজাহানের বিরুদ্ধে আজ চার্জশিট জমা পড়ল আদালতে, দুর্নীতির অভিযোগ ইডির
জনতার কাছে মোদীর আবেদন, ‘বাংলায় শাহজাহাঁ শেখের মতো অত্যাচারীদের দুঃসাহস, আর এরকম দু’টো - একটা নয়, সব গলি, সব পাড়ায় এদের পাবেন। এদের দুঃসাহস যাতে আর না বাড়ে সেজন্য বোন রেখা পাত্রকে জেতানো খুব দরকারি।’ বলেন, ‘যারা মা - মাটি - মানুষের কথা বলত, সেই তৃণমূল মা-কে ভয় দিয়েছে, মাটির অপমান করেছে, এমনকী তৃণমূলের যে সমস্ত মহিলা বিধায়ক গুন্ডামির বিরোধী তাদেরও নিশানা করা হচ্ছে। এই তৃণমূলকে নিজের ভোটের ক্ষমতা প্রয়োগ করে শাস্তি দেওয়া খুব দরকারি।’
এদিনের সভা থেকে ফের তৃণমূলের বিরুদ্ধে সাধু - সন্তদের আক্রমণ করার অভিযোগ তোলেন নরেন্দ্র মোদী। বলেন, ভোট জিহাদিদের সাহায্য করতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল।