জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত বলায় দেশজোড়া সমালোচনার মুখে পড়েছেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। তাঁকে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার তিনিই দাবি করলেন, ‘আমি না আসলে কালী পুজোর উদ্বোধন হয় না।’ বৃহস্পতিবার বিকেলে শিয়ালদার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় একথা বলেন তিনি।
আরও পড়ুন: তৃণমূল সরকারের জমানায় জারি ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করল হাইকোর্ট
পড়তে থাকুন: আদালতের রায় মানি না, OBC সংরক্ষণ চলছে, চলবে, প্রকাশ্য মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন সভার একেবারে শুরুতে মঞ্চে উপবিষ্ট তৃণমূল নেতাদের সঙ্গে একে একে পরিয় করিয়ে দেন মমতা। বলেন, ‘সবার নাম তো আমি বলতে পারব না। সিনিয়রদের মধ্যে আমি বলব অশোক দেব যিনি এককালে বিখ্যাত ছাত্রনেতা ছিলেন। এবং তাঁর আন্ডারে আমরা গণ্ডগোল কম করিনি। মানে ছাত্র আন্দোলন করতে গিয়ে।’
এর পর বেশ কয়েকজনের নাম বলে পরেশ পালের কাছে পৌঁছে যান তিনি। বলেন, ‘আমার দীর্ঘদিনের সহকর্মী, সিপিএমের বিরুদ্ধে মৃত্যুঘণ্টা লাগিয়েছিল ব্রিগেডে। সেই পরেশ পাল। আমার সঙ্গে আছেন স্বর্ণকমল সাহা। প্রতি বছর আমি না আসলে কালী পুজোর উদ্বোধন হয় না। তাই এখানে আমাকে আসতেই হয়। এখানে নবকালীপুজো হয়। আমাকে আসতেই হয়।’
গত ১৯ মে পুরীতে সম্বিত পাত্রের সমর্থনে রোড শো করেন মোদী। রোড শো শেষে সাংবাদমাধ্যমকে সম্বিত বলেন, ‘লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য, জগন্নাথদেব নিজে মোদীর ভক্ত, আর আমরা সকলেই মোদীর পরিবার।’ পরে যদিও তিনি স্বীকার করেন, ‘মোদী জগন্নাথ দেবের ভক্ত বলতে গিয়ে মুখ ফসকে সেকথা বলে ফেলেছেন তিনি।’ এমনকী উপবাস রেখে প্রায়শ্চিত্ত করবেন বলেও ঘোষণা করেন।
আরও পড়ুন: পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণ ছিনতাই করে মুসলিমদের দিয়েছেন মমতা: অমিত শাহ
সম্বিতের বক্তব্যে কটাক্ষ করে মঙ্গলবার মমতা বলেন, ‘জগন্নাথদেবও নাকি ওঁর ভক্ত! ভগবানের থেকেও বড়। ভগবানের থেকে বড় হতে হলে আপনি মন্দিরে থাকুন, আমরা পুজো করব। ফুলচন্দন দেব, তুলসী পাতা দেব, ভালো করে সাজাব।’