ভোটের আগে দুটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনার রেশ টেনে এবার কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, তিনি সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর এবং আইএসএফকে আক্রমণ করেন। ভোটের ডিউটিতে আসা কেন্দ্র বাহিনীর জওয়ানরা যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে বলে বেলাগাম অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: ‘১ লক্ষেরও বেশি ভোটে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়’, শ্রীরামপুর জুড়ে পোস্টার
আজ পঞ্চম দফার ভোট চলাকালীন কল্যাণ বন্দোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘ভোটের আগের দিন থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে। মদ খেয়ে বেড়াচ্ছে।’ তাঁর আরও অভিযোগ, ‘বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে। এমনকী, প্রার্থীকেও বুথে ঢুকতে দিচ্ছে না।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যেমন মোদী তেমন তাঁর বাহিনী, যেমন অমিত শাহ তেমন তাঁর বাহিনী। কেন্দ্রীয় বাহিনী যেখানে যাচ্ছে সেখানে নারী নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা বারবার একথা বলে আসছি।’
প্রসঙ্গত, নির্বাচনের আগের দিন দুটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ওঠে। একটি হল উলুবেরিয়া এবং অন্যটি হল জাঙ্গিপাড়া। অভিযোগ, উলুবেড়িয়ায় ভোটের ঠিক আগের দিন এক মহিলাকে এক জওয়ান কুপ্রস্তাব দেন। কিন্তু, তিনি সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে যৌন হেনস্থার শিকার হন ওই মহিলা।
পড়ুনঃ শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ জওয়ানকে নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের, থানায় দায়ের FIR
উলুবেড়িয়ার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, বিএসএফ সদস্যরা তাঁর শ্লীলতাহানি করেছেন। তাঁর এই অভিযোগের মাধ্যমেই ঘটনাটি জানাজানি হয়। পরে বিএসএফের পিআরও-এর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের অপসারিত করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
অন্যদিকে, রবিবার রাতে কেন্দ্রীয় বাহিনীর হাতে আরও এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে জাঙ্গিপাড়ায়। সংশ্লিষ্ট অভিযোগপত্র অনুসারে, ভোটের ডিউটিতে আসা আইটিবিপি জওয়ান এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন এবং তাঁর শ্লীলতাহানি করেন। মহিলার চিৎকারে তাঁর স্বামী ও অন্য আত্মীয়রা ছুটে আসেন ও তাঁকে উদ্ধার করেন। অভিযুক্তকে পরে গ্রেফতার করে পুলিশ।