ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি ইন্ডিয়া জোট শরিদের উদ্দেশে চিঠি লিখেছিলেন মল্লিকার্জুন খাড়গে। সেই চিঠি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে নির্বাচন কমিশন পাল্টা চিঠি দিয়েছে। খাড়গে জানিয়েছেন, অন্যান্য অভিযোগ উপেক্ষা করে, যে ভাবে নির্বাচন কমিশন খাড়গের 'খোলা চিঠি'র প্রতিক্রিয়া জানিয়েছে তা বিস্ময়কর।
খাড়গে বলেন, ‘খোলা চিঠি যদিও স্পষ্টভাবে আমাদের জোট শরিকদের উদ্দেশ্যে, কমিশনকে উদ্দেশ্য করে নয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে ভারতের নির্বাচন কমিশন অন্যান্য বেশ কয়েকটি অভিযোগ উপেক্ষা করে এই চিঠির জবাব দিয়েছে। চিঠির ভাষা নিয়ে আমার কিছু সংশয় আছে, কিন্তু তারা যে চাপের মধ্যে কাজ করছে তা বুঝতে পেরেছি, তাই আমি এ বিষয়ে চাপ দেব না।’
মঙ্গলবার ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের নেতাদের লেখা আরেকটি চিঠি নিয়ে, খাড়গেকে কড়া ভাষায় চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে খাড়গে নির্বাচন কমিশনের দেওয়া ভোটের তথ্যে অমিল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ইন্ডিয়া জোটের নেতাদের এই পার্থক্যগুলির বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, 'আমাদের একমাত্র লক্ষ্য হ'ল একটি প্রাণবন্ত গণতন্ত্রের সংস্কৃতি এবং সংবিধানকে রক্ষা করা।'
এর জবাবে নির্বাচন কমিশন বলেছে, 'কমিশন বাকস্বাধীনতার অধিকারকে পুরোপুরি সম্মান করে এবং রাজনৈতিক দল ও তাদের নেতাদের একে অপরের সঙ্গে যোগাযোগ করা বিশেষ অধিকার বলে মনে করে।তবে, ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন পরিচালনার উপর সরাসরি প্রভাব ফেলে এমন ঘটনাগুলির বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।
তাঁর জবাবে, খাড়গে নির্বাচন কমিশনকে প্রশ্ন করে বলেন যে একদিকে তারা নাগরিকদের প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকারকে সম্মান করার কথা বলছে এবং অন্যদিকে নাগরিকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিতে গিয়ে কার্যত হুমকি দিচ্ছে।
আরও পড়ুন। ‘মোদীই PM থাকবেন, পার্টিতে কোনও বিভ্রান্তি নেই’, কেজরিকে পাল্টা জবাব শাহের
আমি খুশি যে কমিশন বুঝতে পেরেছে যে সংবিধান অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব কমিশনের রয়েছে। তবে নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করে এমন শাসকদলের নেতাদের নির্লজ্জ সাম্প্রদায়িক ও বর্ণবাদী বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কমিশন যে তৎপরতা দেখিয়েছে তা বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, 'আমি এই লেখার প্রয়োজনীয়তা নিয়েও বিস্মিত যে ‘কমিশন কোনও নির্বাচনী এলাকা বা রাজ্যের সামগ্রিক স্তরে কোনও ভোটার ভোটদানের তথ্য প্রকাশ করতে আইনত বাধ্য নয়, যদিও এটি তথ্যভিত্তিক। আমি নিশ্চিত আমাদের দেশের অনেক ভোটারও অবাক হবেন।’
খাড়গে বলেন, ‘নির্বাচনে আগ্রহী ভোটাররা ভোটের অঙ্ক দেখতে চান এবং তা জনসমক্ষে প্রকাশ করতে চান। পরিশেষে, আমি বলতে চাই যে আমি হতাশ যে কমিশন চিঠির আর একটি লাইন উদ্ধৃত করেনি যাতে বলা হয়েছে, ’গণতন্ত্রকে রক্ষা করতে এবং ইসিআইয়ের স্বাধীন কার্যকারিতা রক্ষা করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা হওয়া উচিত।' আরও স্পষ্ট করে বলতে গেলে, কংগ্রেস কমিশনের পাশে রয়েছে এবং কমিশনের শক্তি ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। কমিশনের আধিকারিকদের এখন ঠিক করতে হবে তাঁরা কোথায় দাঁড়িয়ে আছেন।'
আরও পড়ুন। দল না পালটালে জেলে যেতে হত, বউয়ের নামও জড়ানো হয়েছিল, দাবি BJP-সমর্থিত প্রার্থীর