BENGALURU : মহিলাদের মর্যাদা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশন (এসসিডব্লিউ) স্বতঃপ্রণোদিত হয়ে নোটিস জারি করেছে। তার কয়েক ঘন্টা পরেই রবিবার জনতা দল (সেকুলার) নেতা জানান, তিনি মহিলাদের অপমান করেননি তবে "নিরীহ মানুষ এবং মহিলাদের ভুল পথে চালিত করা হচ্ছে", তা তুলে ধরেছেন।
শনিবার তুমাকুরু জেলার তুরুভেকেরেতে জোট প্রার্থী ভি সোমান্না কুমারস্বামীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে কুমারস্বামী বলেন, "বর্তমান সরকার গত নির্বাচনের সময় পাঁচটি গ্যারান্টি চালু করেছিল, তাতে আমার গ্রামের মহিলারা পথ হারিয়েছেন।'
সুপ্রিম কোর্ট ওয়ার্ক কমিশনের মতে, কুমারস্বামীর এই মন্তব্য মহিলাদের পক্ষে অপমানজনক। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে কমিশন৷ তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে কুমারস্বামীকে নোটিস পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুমারস্বামী বলেন, "রাজ্য সরকার এই গ্যারান্টি স্কিমগুলি দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। আমি নারীদের অপমান করিনি; বরং আমি তুলে ধরেছি যে, নিরীহ মানুষ ও নারীদের বিপথগামী করা হচ্ছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি মহিলাদের জন্য অসংখ্য প্রকল্প চালু করেছি এবং চ্যালেঞ্জিং সময়ে আশ্রয় দিয়েছি। মহিলাদের দাবি মেনে, আমি রাজ্যে আরাক (দেশী মদ) নিষিদ্ধ করেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি, কাউকে হেয় করার জন্য আমি এই মন্তব্য করিনি।'
মাদেকেরিতে নির্বাচনী প্রচারে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কুমারস্বামীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আমরা মহিলাদের পুজো করি এবং সম্মান করি, যা মাটির সংস্কৃতি। এত সস্তা মন্তব্য কীভাবে করা যায়? প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এনডিএ শরিকের ছেলে হয়ে তিনি কেবল মহিলাদের নয়, গোটা মানবজাতিকে অপমান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মহিলাদের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করেছেন, তিনি কীভাবে কুমারস্বামীকে জোট চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন? হজযাত্রী বা তীর্থযাত্রীরা কি পথভ্রষ্ট হয়? নারীরা কি পথভ্রষ্ট হচ্ছে?’। তিনি নারীদের অবিচল থাকার এবং লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাদিকেরিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, "কুমারস্বামী যে মন্তব্য করেছেন তা প্রমাণ করে যে মহিলাদের প্রতি তাঁর কী ধরণের মানসিকতা রয়েছে। দু'বারের মুখ্যমন্ত্রীর এই ধরনের অবমাননাকর মন্তব্য কি মহিলারা সহ্য করবেন?
জেডি(এস) এক্স-এ একটি পোস্টে কংগ্রেসের বিরুদ্ধে কুমারস্বামীর বক্তব্যকে বিকৃত করার অভিযোগ এনেছে। কংগ্রেস তার ‘ভুয়ো খবরের কারখানার’ মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। কুমারস্বামী বলেন, ‘গ্যারান্টি স্কিমের মাধ্যমে কংগ্রেস মহিলাদের বিভ্রান্ত করছে।’