বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Srijan Bhattacharya: সন্দেশখালির ‘মেয়েদের কথা’ শুনলেন সৃজন, জয়ী হলে কী করবেন জানালেন বিস্তারিত

Srijan Bhattacharya: সন্দেশখালির ‘মেয়েদের কথা’ শুনলেন সৃজন, জয়ী হলে কী করবেন জানালেন বিস্তারিত

যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

এদিন মঞ্চে উঠে নিজেদের আন্দোলনের কথা জানান সন্দেশখালির মহিলারা। কোন পথে তাদের আন্দোলন এগোচ্ছে, তৃণমূলের অত্যাচার, জমি দখল প্রভৃতি সমস্যার কথা জানান মহিলারা। এর পাশাপাশি নারী নিরাপত্তা এবং নারীদের অধিকার রক্ষার বিষয়টিও এদিনের সিপিএমের কর্মসূচিতে উঠে আসে।

একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের চর্চায় সন্দেশখালি। এই নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক সেই মুহূর্তে মহিলাদের নানা সমস্যার কথা শুনলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেখানে ছিলেন সন্দেশখালিতে আন্দোলনের সঙ্গে যুক্ত মহিলারাও। তাঁদের কথাও গুরুত্ব দিয়ে শোনেন বাম প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের মাঠে মহিলাদের সঙ্গে সরাসরি কথা বলেন। সেখানেই মহিলাদের সমস্যা শোনেন সৃজন ভট্টাচার্য। সন্দেশখালির মহিলাদের আন্দোলনের কথা শোনেন।

আরও পড়ুন: আইএসএফের ডেরায় ঢুকে মানুষের মন জয় করলেন সৃজন, বাক্যবাণ সহ্য করে বার্তা, ‘‌আমি আছি’‌

এদিন মঞ্চে উঠে নিজেদের আন্দোলনের কথা জানান সন্দেশখালির মহিলারা। কোন পথে তাদের আন্দোলন এগোচ্ছে, তৃণমূলের অত্যাচার, জমি দখল প্রভৃতি সমস্যার কথা জানান মহিলারা। এর পাশাপাশি নারী নিরাপত্তা এবং নারীদের অধিকার রক্ষার বিষয়টিও এদিনের সিপিএমের কর্মসূচিতে উঠে আসে।

প্রসঙ্গত, এদিন বামেদের তরফে সেখানে যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল ‘মেয়েদের কথা’। মহিলাদের সমস্যা শোনার জন্য এটা বাম প্রার্থীর অন্য রকমের উদ্যোগ বলেই মনে করছেন অনেকেই। তাতে অনেকে মহিলাই সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পেরেছেন বাম প্রার্থীকে।

প্রসঙ্গত, সন্দেশখালি নিয়ে একের পর এক পালটা ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা কার্যত বুমেরাং হয়ে ফিরছে বিজেপির দিকে। সেই মুহূর্তে সন্দেশখালির মহিলাদের এদিনের কর্মসূচিতে নিজেদের সমস্যার কথা জানানো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

এদিন এই মঞ্চে এসেছিলেন বিভিন্ন শ্রেণির এবং পেশার সঙ্গে যুক্ত মহিলারা। এক মহিলা  ক্যাব চালক দৈনন্দিন জীবনে সমস্যার কথা তুলে ধরেন। কর্মক্ষেত্রে কাজের সুরক্ষার দাবি করেন তথ্যপ্রযুক্তিতে কর্মরত এক মহিলা। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিনের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বৃষ্টির মধ্যে এদিন এই কর্মসূচি থেকেই সৃজন জানান, তিনি সাংসদ হলে সমাধানের পথ খুঁজে বার করবেন। নারীর অধিকার রক্ষার বিষয়টিকে তিনি প্রথম গুরুত্ব দেবেন। 

উল্লেখ্য, বামেরা আগেই জানিয়েছিল, তাদের প্রার্থীরা জয়ী হলে  সাংসদ তহবিলের এক তৃতীয়াংশ টাকা মহিলাদের জন্য খরচ করবেন। প্রসঙ্গত, এদিন সকালে আলিপুরে জেলাশাসকের অফিসে একসঙ্গে মনোনয়ন জমা দেন সৃজন ভট্টাচার্য সহ ৫ বাম প্রার্থী। অন্যদিকে, যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও এদিন মনোনয়ন জমা দেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

'জানি না কতদিন বাঁচবে,তাই কাকিমাকেই উৎসর্গ করছি'!US ওপেন জিতেও মন খারাপ সিনারের… ১৮তম স্থানে প্যারিস প্যারালিম্পিক্স শেষ করল ভারত, কত নম্বরে পাকিস্তান? নৈহাটির প্রাক্তনীদের মিছিলে ঠিক কি হয়েছিল? শিউরে ওঠার মত পোস্ট প্রত্যক্ষদর্শীর ‘‌ওবামা–কমলার সঙ্গে দেখা করার খবর ভুল’‌, আমেরিকা সফরের আগে জবাব শিবকুমারের ‘অযথা জ্ঞান ভালো লাগে না, শাস্ত্রী উপায় বলে দিয়েছিল, তাই শুনেছিলাম’! অকপট পন্ত LIVE: সিল খামে রিপোর্ট জমা CBI-র, ‘ও আমাদের সকলের মেয়ে’, বললেন সলিসিটর জেনারেল RG Kar নিয়ে ‘উৎসব বন্ধ’র ডাক!এর মাঝে TMC-র শ্রেয়া পাণ্ডর গণেশ পুজোয় দেব-রুক্মিণী 'পছন্দ হল?' হংকংয়ে পুরুষ নার্সের গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টার অভিযোগ সন্দীপের নামে DPL T20 চ্যাম্পিয়ন ইস্ট দিল্লি রাইডার্স!রুদ্ধশ্বাস ফাইনালে দঃ দিল্লি হারল ৩ রানে প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, ‘দরকারে…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.