ষষ্ঠ দফা পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব হয়ে গিয়েছে। বাকি আর এক দফা। সপ্তম দফা হয়ে গেলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্ব শেষ হবে। কিন্তু জাতীয় রাজনীতির অলিন্দে একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সেটা হল–সরকার কারা গড়বে? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট? গোটা দেশে বিজেপি বিরোধী একটা আন্ডার কারেন্ট চলছে। এই আবহে তথ্য–পরিসংখ্যান নিয়ে বসতে চাইছেন ইন্ডিয়া জোটের নেতারা। আর তাই এবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। যেখানে দেশের তামাম বিরোধী দলের শীর্ষনেতারা উপস্থিত থেকে তথ্য পরিসংখ্যান পেশ করবেন।
আর এই তথ্য–পরিসংখ্যান পেশের মধ্যে দিয়েই একটা প্রাথমিক আবাস মিলবে বলে মনে করা হচ্ছে। সপ্তম দফার নির্বাচন রয়েছে ১ জুন। আর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৪ জুন। কিন্তু সেই ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন ইন্ডিয়া জোটের নেতারা। তাঁরা বেশ কয়েকটি প্রশ্নের সরাসরি উত্তর জানতে চান। আর তা হল— আবার কি মোদী সরকার নাকি এবার উলটে যাবে? জনমত কী বলছে? সরকার কি গড়বে ইন্ডিয়া জোট? দেশের জনমত কার দিকে ঝুঁকল? এই প্রশ্নগুলির উত্তর তথ্য পরিসংখ্যানকে সামনে রেখেই জানতে চান নেতারা। আর তাই ১ জুন জরুরি বৈঠক ডাকল ইন্ডিয়া জোট।
আরও পড়ুন: রেমালের তাণ্ডবলীলা কি শুরু হয়েছে? দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, তলিয়ে গেল দুই বন্ধু
হাতে আর চারদিন বাকি। তারপরই ১ জুন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ডাকা সর্বদল বৈঠক বসবে বলে সূত্রের খবর। এই জোটে যাঁরা আছেন তাঁদেরকে ডাকা হয়েছে। সবাইকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উঠে আসা পরিসংখ্যানের পরই নেওয়া হবে স্ট্র্যাটেজি। তবে ১ জুন যখন এই হাইভোল্টেজ বৈঠক চলবে তখনই দেশে চলবে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোট ভোটের মতো চলবে। বৈঠকও চলবে রুদ্ধশ্বাস গতিতে। তবে নির্বাচনের ফলাফল বেরনোর ৪ দিন আগে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ হবে বলে সূত্রের খবর।
কেন ১ জুন তারিখকে বেছে নেওয়া হল? যতটুকু জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা পর্যন্ত যে পরিসংখ্যান সকলের হাতে এসেছে সেটা পর্যালোচনা করলেই যদি বোঝা যায় বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছতে পারছে না তাহলে সপ্তম দফা নিয়ে ওত ভাবার কিছু নেই। ওটা বাকি দলগুলির নেতা–কর্মীরা বুঝে নেবেন। আবার অরবিন্দ কেজরিওয়ালের ফাবার তিহাড় জেলে যাওয়ার বিষয়টি আছে। তাই ১ জুন তারিখে এই বৈঠক ডাকা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন অন্তর্বর্তী জামিনে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দিয়েছে। কিন্তু ২ জুন তাঁকে আবার আত্মসমর্পণ করতে হবে। সব দিক বিবেচনা করেই এই বৈঠক ১ জুন ডাকা হয়েছে বলে সূত্রের খবর।