আগামীকাল, শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আর তার আগে বাঁকুড়ার কোতুলপুরের সবজি বাজার–সহ একাধিক জায়গায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নামে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে। আর এই নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ওই পোস্টারে লেখা আছে, ‘সৌমিত্র খাঁর চার্জশিট।’ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এখানে লড়াই জমজমাট হয়ে পড়েছে। একে অন্যকে চড়া ভাষায় আক্রমণ করছেন। তার মধ্যে এই পোস্টার কাণ্ড বেশ তাৎপর্যপূর্ণ।
এদিকে আজ, শুক্রবার এই পোস্টার সকলের নজরে এসেছে। অনেকেই মুখ টিপে হেসে এগিয়ে গিয়েছেন। স্থানীয় মানুষজন কাউকে এমন পোস্টার দেখে বিরোধিতা করতে দেখা যায়নি। বরং হাসির রোল উঠেছে। বাঁকুড়ার কোতুলপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নামে যে পোস্টার পড়েছে তাতে লেখা রয়েছে, ‘এই লম্পটকে কি ভোট দেবেন আপনারা?’ স্থানীয় ষাঁড়েশ্বর মন্দিরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা থেকে শুরু করে, ‘বালি মাফিয়া’ সৌমিত্র খাঁ বলে বিশেষণ ব্যবহার করা হয়েছে। কিন্তু কারা এই পোস্টার দিয়েছে? তা জানা যায়নি।
আরও পড়ুন: ‘মুসলিমদের–তফশিলিদের দাঙ্গা লাগাতেই ওবিসি সার্টিফিকেট বাতিল’, রায়দিঘি থেকে অভিযোগ মমতার
যদিও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, ‘বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই এই পোস্টার দিয়েছে।’ শুক্রবার বাঁকুড়ার কোতুলপুরের নানা এলাকায় দেখা যায় সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়েছে। সেই পোস্টারের উপরে লেখা, ‘সৌমিত্র খাঁ–এর চার্জশিট।’ তারপর নীচে ধারাবাহিকভাবে লেখা হয়েছে, ‘রাজনৈতিক স্বার্থের জন্য আপনি ষাঁড়েশ্বর মন্দিরকেও ছাড়লেন না? নিজের স্ত্রীকে তো ছাড়লেনই। অন্যের স্ত্রীকে ভোগ করার জন্য নিরীহ মানুষকে খুন করলেন? আপনার চেয়ে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা বাংলায়? এই লম্পটকে কি কেউ ভোট দেবেন আপনারা?’
এমন পোস্টার ভোটের আগে পড়তে পারে তা কল্পনাও করেননি বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। এই পোস্টারের বিষয়ে স্থানীয় বিজেপি নেতা কেশবি নাগা বলেন, ‘যে পোস্টার পড়েছে সেটা আমিও দেখেছি। কিছু দুষ্কৃতী এভাবে আখের গোছানোর চেষ্টা করছে। যদি বালি মাফিয়া হয়ে থাকে কেন এতদিন রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি? আমি মনে প্রাণে বিশ্বাস করি সৌমিত্র খাঁ বাংলার যুব সমাজের আইকন। যাঁরা সৌমিত্র খাঁকে বদনাম করার চেষ্টা করছেন তাঁদের বাড়ির উনুন জ্বলে সৌমিত্র খাঁর দৌলতে। সৌমিত্র খাঁ একজন মহাত্মা। তিনি এক বিধবাকে বিয়ে করেছেন। সবাই সেটার মর্ম বুঝবে না।’