বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > মোদীর ছবিতে সিঙ্গাপুরের মেট্রোর ছবি, তথ্য ফাঁস করে ভারতীয় জালি পার্টি বলল তৃণমূল

মোদীর ছবিতে সিঙ্গাপুরের মেট্রোর ছবি, তথ্য ফাঁস করে ভারতীয় জালি পার্টি বলল তৃণমূল

সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি।

২০২১ সালে যোগী আদিত্যনাথের সরকার কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল এবং সেই ছবিকে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক তুলে ধরেছিল। নভেম্বর মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক দুর্গাপুর বিমানবন্দরের ছবি ‘শেয়ার’ করে সেগুলি উত্তরাখণ্ড বিমানবন্দরের ছবি বলে চালানোর চেষ্টা করে।

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার মুখে বিদেশের মাটিতে হওয়া উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডকে নিজেদের বলে দাবি করেছে বিজেপি! শুনতে আশ্চর্যের লাগলেও মানুষকে বিভ্রান্ত করতে সেসব ভুয়ো ছবিও ব্যবহার করছে তারা বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আজ, শনিবার এই ইস্যুতে বিজেপির তুমুল সমালোচনা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন, যেহেতু গত ১০ বছরে বিজেপি কোনও উন্নয়ন করেনি, তাই তাদের এই প্রতারণার আশ্রয় নিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‌এগুলি সব জুমলা! নকলি সাইনবোর্ড, পাবলিক ধোঁকা।’‌ আর এখন এটা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।

এদিকে গত ১২ মে বঙ্গ–বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। তাতে দাবি করা হয়, গত ১০ বছরে নরেন্দ্র মোদী ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা চালু করেছেন। সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি। এই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বিজেপি নেতাদের থোঁতা মুখ ভোঁতা হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের মরশুমে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে বঙ্গ–বিজেপি অন্দরে। তাই কেউ কোনও কথা বলছেন না। মোদীর সঙ্গে দেশের উন্নত মেট্রো রেলওয়ে পরিষেবার ছবি তুলে ধরে লেখা হয়েছে, ‘‌কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা? ২০১৪ সালের আগে দেশের ৫টি শহরে মেট্রো পরিষেবা ছিল। মোদীর হাত ধরে এখন দেশের ২০টি শহরে মেট্রো পরিষেবা পৌঁছে গিয়েছে।’‌

অন্যদিকে মোদীর প্রচারে যে মেট্রো সংক্রান্ত উন্নত পরিষেবার ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ভারতীয় মেট্রোর নয়, সেটি সিঙ্গাপুরের বলে তথ্য ফাঁস করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা বলেন, ‘প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন। তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তিনি বছরে ২ কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন। এখন প্রধানমন্ত্রী বলছেন, ২০টি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। যদিও এই বিজ্ঞাপনে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটা সিঙ্গাপুর মেট্রোর। সুতরাং এই দাবিটিও ভুয়ো। প্রধানমন্ত্রীর ব্যাখ্য়া দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে।’

আরও পড়ুন:‌ সুদীপের ঘর ভাঙলেন প্রদীপ, উত্তর কলকাতায় দুই শতাধিক তৃণমূল কর্মীর যোগ কংগ্রেসে

এছাড়া ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যোগী আদিত্যনাথের সরকার কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল এবং সেই ছবিকে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক হিসাবে তুলে ধরেছিল। নভেম্বর মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক বাংলার দুর্গাপুর বিমানবন্দরের ছবি ‘শেয়ার’ করে সেগুলি উত্তরাখণ্ড বিমানবন্দরের ছবি বলে চালানোর চেষ্টা করেছিল। ত্রিপুরার বিজেপি সরকারও কলকাতার ছবি ব্যবহার করে পথ নিরাপত্তা সংক্রান্ত অনুষ্ঠানের পোস্টার বানিয়েছিল। এই বিষয়ে রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এক্স হ্যাডেলে লেখেন, ‘‌বঙ্গ–বিজেপি একটি ছবি পোস্ট করেছে। যেখানে দাবি করা হয়েছে প্রচুর মেট্রো লাইন মোদী তৈরি করেছে। ছবিটি সিঙ্গাপুর মেট্রোর। সিঙ্গাপুর এখনও অখণ্ড ভারতের মধ্যে পড়ে না। বিশ্বগুরু মোদী আবার মিথ্যা বলেছেন। ১০ বছরে কাজের পরিমাণ শূন্য হলে এসবই করতে হয়।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

‘পুজো একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.