আজ, সোমবার চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। তবে তার আগের দিন রাত থেকেই এই আটটি লোকসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছে। আর আজ সকাল থেকে নানা বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে আসছে। যদিও কেন্দ্রীয় বাহিনী সর্বত্র মোতায়েন আছে। ভোটের আগের রাতে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। আজ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে ভোট চলছে। আর তার আগের রাতেই রক্ত ঝরল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
এদিকে ভোটের আগের রাতেই তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল কেতুগ্রাম। নিহতের নাম মিন্টু শেখ (৪৫)। রবিবার রাতে তাঁকে কুপিয়ে এবং বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। কেতুগ্রামের আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরি গ্রামে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কেতুগ্রাম থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। আজ চতুর্থ দফার লোকসভা নির্বাচন চলছে। তার আগে রবিবার রাতে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: ‘স্টিং অপারেশন আর সুপ্রিম কোর্ট দুটি বেলুনে আলপিন ফুটিয়ে দিয়েছে’, বিজেপিকে তোপ অভিষেকের
অন্যদিকে আজ বর্ধমান শহরে বড় নীলপুর আচার্য দুর্গাপ্রসন্ন বিদ্যামন্দিরে লম্বা লাইন দেখা গিয়েছে ভোটারদের। ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। কেতুগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিপিএমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কেতুগ্রামের পাশে সুদিগ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কাজে গিয়েছিল মিন্টু। বুথ অফিস সাজানোর কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁকে বোমা মারা হয়। দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা ছোড়ে মিন্টুকে। তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মৃত্যু নিশ্চিত করতে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এছাড়া পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নিচু চাপাহাটি এলাকায় বিজেপি কর্মীদের ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে খুনের হুমকি, ভীত সন্ত্রস্ত করার অভিযোগ তুলে নাদনঘাট থানায় লিখিত অভিযোগ জানান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনীরা আমাদের কর্মীদের নানা জায়গায় হুমকি দিচ্ছে।’ আবার আসানসোল দক্ষিণ বিধানসভার নতুন এগেরা গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মদ্যপ অবস্থায় বিবেক মণ্ডল বিজেপি কার্যকতাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাটজান বাজার এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছে, এমন নোংরা কাজ তাঁরা করেন না। ইভিএম খারাপ হয়ে যাওয়ার জন্য ভোট দান ব্যাহত হল কান্দিতে। বহরমপুর লোকসভার বড়ঞা বিধানসভার সাহাপুকুর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর ভোট দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীরব খাঁ।