আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। আর তার আগে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে। আর এখানেই উঠে এল গরু পাচার প্রসঙ্গ। এতদিন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বারবার আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে। এমনকী দেব ঘাটাল লোকসভা কেন্দ্রে ফের দাঁড়াতেই তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে। তার আগে যখন দাঁড়াবে না বলে দেব জানিয়েছিলেন তখন তাঁকে ভাল ছেলে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর হিরণের সমর্থনে নির্বাচনী সভা থেকেও দেবকে আক্রমণ করেছিলেন শুভেন্দু। পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার সরাসরি আক্রমণাত্মক মেজাজ দেখালেন দেব স্বয়ং। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। আসলে দেব এতদিন সহ্য করছিলেন। এবার যে তিনি সহ্য করবেন না আজ, বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে তা বুঝিয়ে দিয়েছেন। এখানে হিরণ এবং শুভেন্দুকে বার্তা দিয়েছেন দেব। আর তাতেই চর্চা তুঙ্গে উঠেছে। কারণ শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দেবের নামে ব্যাঙ্কের নথি তুলে ধরে বোঝাতে চেয়ে ছিলেন টাকা নিয়েছেন দেব। আর লিখেছেন, ‘দেবের কীর্তি’। কদিন আগে দেবের পিএ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু দেব বারবারই নিজের এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। আর প্রমাণ চেয়েছেন। এমনকী সৎ পথে যে হাঁটে তার কখনও ভয় থাকে না বলেও উল্লেখ করেছেন।
কিন্তু এবার শুভেন্দু অধিকারীকে জবাব দিয়েছেন দীপক অধিকারী (দেব)। তাও এক্স হ্যান্ডেলে। যা সবাই দেখতে পাচ্ছেন। তাতে বিড়ম্বনা বেড়েছে নন্দীগ্রামের বিধায়কের। কারণ এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, ‘ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও...’। এই তথ্য তুলে ধরে স্টেপ আউট করে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন দেব। যা লোকসভা নির্বাচনের মরশুমে হজম করা মুশকিল।
আরও পড়ুন: সন্দেশখালির অডিয়ো ক্লিপ ফাঁস, ষষ্ঠ দফার নির্বাচনের আগে আরও বেকায়দায় বিজেপি
আর হিরণ চট্টোপাধ্যায়কেও ছাড়েননি দেব। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সে কথা লিখেছেন দেব। তবে এবার প্রশ্ন তুলে দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এক্স হ্যান্ডেলে আরও দেব লেখেন, ‘তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।’ হিরণ গরু চোর কিনা সেটা জিজ্ঞাসা করেছেন দেব। আর শুভেন্দু–হিরণকে শুভেচ্ছা জানিয়ে দেবের হুঁশিয়ারি, তাঁর ভদ্রতা দুর্বলতা নয়। অর্থাৎ দেব যে বেড়ে খেলতে পারেন সেটা বুঝিয়ে দিয়েছেন।