বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > বুথের ভিতরে রণংদেহি মেজাজে জুন মালিয়া, বিজেপির এজেন্ট–জওয়ানের বিরুদ্ধে অভিযোগ

বুথের ভিতরে রণংদেহি মেজাজে জুন মালিয়া, বিজেপির এজেন্ট–জওয়ানের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া।

মেদিনীপুর শহরে কলেজিয়েট স্কুলের বুথে সিআরপিএফ নির্দিষ্ট একটি বোতামে ভোট দেওয়ার কথা বলার অভিযোগ ওঠায় সেখানে ছুটে যান প্রার্থী জুন মালিয়া। তিনি এসে ঘুরে দেখার পর ওই সিআরপিএফ জওয়ানের নামে অভিযোগ করেন। রণংদেহি মেজাজে দেখা যায় জুন মালিয়াকে। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়। জওয়ান ভোটারদের প্রভাবিত করছেন।

আজ, শনিবার দেশে শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। উৎসবের মেজাজে ভোট চলছে সর্বত্র। বাংলায় যেমন ভোট চলছে তেমন অন্য রাজ্যে ভোট চলছে। এই আবহের মধ্যেই আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল এবং বিষ্ণুপুরে ভোট শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি জায়গায় ইভিএম খারাপের অভিযোগ উঠেছে। মেদিনীপুর শহরে সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীও অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন।

এদিকে মেদিনীপুর শহরে কলেজিয়েট স্কুলের বুথে সিআরপিএফ নির্দিষ্ট একটি বোতামে ভোট দেওয়ার কথা বলার অভিযোগ ওঠায় সেখানে ছুটে যান প্রার্থী জুন মালিয়া। তিনি এসে ঘুরে দেখার পর ওই সিআরপিএফ জওয়ানের নামে অভিযোগ করেন। রণংদেহি মেজাজে দেখা যায় জুন মালিয়াকে। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়। কারণ এই জওয়ান ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ জুনের। জুনের অভিযোগ, ‘‌বেশ কিছু ইভিএম খারাপ ছিল। যার ফলে ভোটাররা নাকাল হন। তাও লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁরা ভোট দিয়েছেন। ইভিএম পরে ঠিক হয়েছে। তবে একজন জওয়ান যেভাবে ভোটারদের প্রভাবিত করছে সেটা উদ্বেগজনক।’‌

আরও পড়ুন:‌ ‘‌আগামী দু’‌তিন বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে’‌, মুড়িগঙ্গা নিয়ে বড় প্রতিশ্রুতি মমতার

অন্যদিকে পরনে সাদা চুড়িদার এবং সাদা ওড়না পরে সকাল থেকেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন জুন মালিয়া। তারই মধ্যে একটি বুথের গিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন জুন। তিনি বলেন, ‘‌আমার সঙ্গে অভব্য আচরণ করেছেন বিজেপির বুথ সভাপতি।’‌ তারপরই ওই বুথের ভিতরে বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। কার্যত চিৎকার করতে দেখা যায় তাঁকে। বিজেপি প্রার্থী বলছেন, বুথে রাজ্য পুলিশ আছে। ভোট ঠিক হচ্ছে না। জবাবে জুন মালিয়া বলেন, ‘‌ওটা তাঁর স্বভাব। স্বভাব তো পাল্টানো যায় না। আমি মানুষের উপর ভরসা করি। ঈশ্বরের উপর ভরসা আছে। মানুষ যাঁকে যোগ্য মনে করবেন তাঁকে ভোট দেবেন।’‌

এছাড়া মেদিনীপুরের তলকুয়ের বুথে জুন মালিয়া যখন যান তখন বিজেপির পোলিং এজেন্ট তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। গোটা বিষয়টি তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। জুন বলেন, ‘‌আমি অভিযোগ জানিয়েছি। বিজেপির পোলিং এজেন্ট বুথের ভিতরে কেন আমাকে আটকাবে?‌ ওরা তো পড়াশোনা করে না। গামছা জড়িয়ে ভাবছে এটাও মাঠ। প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। যে জওয়ান প্রভাবিত করছিল ভোটারদের তার বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছি। বোতামের গায়ে কালির দাগ লাগানো ছিল প্রভাবিত করার জন্য। সেটাকে মোছালাম।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

সম্পর্ক অতীত, কাজই সব, বিচ্ছেদের পর কী দিয়ে পুনরায় কেরিয়ার শুরু করলেন নাতাশা? 'চড় মারতে ইচ্ছে করছে...' হঠাৎ ক্ষেপে গেলেন কেন নুসরত? কী হল পুজোর আগে? 'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.