এখন লোকসভা নির্বাচনের মরশুম। চতুর্থ দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোটের প্রস্তুতি চলছে সর্বত্র। নির্বাচনী প্রচার থেকে শুরু করে রোড–শো কোনও কিছু বাকি নেই। এই আবহে বিজেপি কর্মীকে কিল–চড়–ঘুষি এবং রাস্তায় ফেলে পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অর্জুন গড় ভাটপাড়ায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন বিজেপির কর্মীরা। এমনকী এই ঘটনার জেরে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়ো যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। যদিও ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভাটপাড়ার এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সপাটে চড় কষাচ্ছেন বিজেপি কর্মীর গালে।
এদিকে এই মারধরের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে ভাটপাড়ায়। অভিযুক্ত কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। গ্রেফতারি না হলে ‘অন্য ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছেন দলবদলু অর্জুন। এই ভিডিয়ো’তে দেখা যাচ্ছে, বিজেপির ওই যুবককে এলাকার কাউন্সিলর কিল, চড়, ঘুষি মারছেন। এমনকী মারের চোটে বিজেপি কর্মী যুবককে মাটিতে ফেলে দেওয়া হয়। তাঁর পেটে লাথিও মারা হয় বলে অভিযোগ। এই ভিডিয়ো ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি, ওই যুবক তাদের দলের কর্মী।
আরও পড়ুন: সকালে আত্মসমর্পণ দুপুরে জামিন, কয়লা পাচার মামলায় সিবিআই আদালত স্বস্তি লালার
অন্যদিকে ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর লালন চৌধুরী একের পর এক চড়–থাপ্পড় মারছেন ওই বিজেপি কর্মীকে। মারের চোটে বিজেপি কর্মী রাস্তায় পড়ে গেলেও চড়–থাপ্পড় চলতে থাকে। তৃণমূল কংগ্রেসের দাবি, মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে বিজেপির পতাকা লাগাচ্ছিল ওই বিজেপির যুবক। তারই প্রতিবাদ করে যুবককে সেখান থেকে একাধিকবার চলে যেতে বলছিলেন লালন। কিন্তু তাতে কর্ণপাত না করে ওই যুবক সেখানে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে চলেছিলেন। এতে রেগে গিয়ে যুবককে চড় কষান লালন। এই নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।
এছাড়া এই ঘটনা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে তখন ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লালন চৌধুরীর বক্তব্য, ‘ওই যুবক মদ্যপ ছিল। তাঁকে বারবার ওই এলাকা থেকে সরে যেতে বলা হচ্ছিল। কিন্তু তিনি না শোনায় তাঁকে মারধর করা হয়েছে।’ আর জগদ্দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্য, ‘এটাই কি বিজেপির সংস্কৃতি? এটাই কি অর্জুন ‘পল্টুরাম’ সিংয়ের সংস্কৃতি? মদ্যপান করিয়ে বিজেপির ঝান্ডা হাতে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালমন্দ করাবেন আর আমাদের সেটাকে বরদাস্ত করতে হবে? মারধর না করলেই ভাল হতো।’ আর অর্জুন সিংয়ের হুঙ্কার, ‘তৃণমূল কংগ্রেসের থার্ড গ্রেড কাউন্সিলর লালন চৌধুরী। মানুষের ভোটে জেতেনি। বুথ দখল করে জিতেছে। সে মারধর করছে প্রকাশ্যে। পুলিশকে বলব, এখনই ওকে গ্রেফতার করুন। না হলে, এই মারের বদলা, মারের জবাব কী ভাবে দিতে হয়, আমরা জানি।’