আজ, শনিবার দেশে শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। উৎসবের মেজাজে ভোট চলছে সর্বত্র। বাংলায় যেমন ভোট চলছে তেমন অন্য রাজ্যে ভোট চলছে। এই আবহের মধ্যেই আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল এবং বিষ্ণুপুরে ভোট শুরু হয়ে গিয়েছে। এই আবহে এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক তাঁর মেয়ের নাম নিয়ে কুৎসা করার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন। লোকসভা নির্বাচনের মরশুমে এই ঘটনা সামনে আসায় রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগতে গিয়ে মাঝেমধ্যেই বেলাগাম মন্তব্য করে ফেলছেন শুভেন্দু অধিকারী। এমনকী বাঁকুড়ায় কদিন আগে মহিলাদের কদর্য ভাষায় গালিগালাজ করেছিলেন। আর বিধায়কের উচ্চশিক্ষিত মেয়ের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিরোধী দলনেতার এমন ‘কুৎসা’র জেরে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলে দাবি করেন বিধায়ক। বিষয়টি নিয়ে তিনি বিধানসভার স্পিকারকেও চিঠি দিয়ে জানাতে চলেছেন।
আরও পড়ুন: ‘তিন লাখ ভোটে হারাব’, চ্যালেঞ্জ সৌমিত্রর, ‘মানুষ বিদায় জানাবে’, পাল্টা খোঁচা সুজাতার
অন্যদিকে ঘটনা ঘটে ৭ মে তারিখে। লোকসভা নির্বাচনের প্রচারে পূর্বস্থলীর মাঠে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। আর লাগামহীন আক্রমণ করতে গিয়ে তিনি নিশানা করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়েকে। তৃণমূল কংগ্রেস বিধায়কের অভিযোগ, ‘ব্যক্তিগতভাবে আমাকে ও আমার দলীয় নেতৃত্বকে কুৎসা–অপপ্রচার করে সামাজিক মর্যাদায় আঘাত করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেছেন, অসাধু উপায়ে সাদা খাতা জমা দিয়ে আমার মেয়ে চাকরি পেয়েছে। আমার কলকাতায় দুটি ফ্ল্যাট আছে। এইসব মিথ্যে বক্তব্য সহ্য করতে না পেরে আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আমার মেয়ে একজন উচ্চশিক্ষিতা। তাঁর নামে সর্বৈব মিথ্যা, অবমাননাকর কথা বলে সামাজিক সম্মানহানি করা হয়েছে।’
এছাড়া ভোটের মরশুমে নানা কুকথা তো বিরোধী দলনেতার মুখ থেকে সকলেই শুনেছেন। তার উপর বিধায়কের মেয়ের নামে যা বলেছেন সেটা কার্যত সম্মানহানি। এই মানসিক আঘাত সহ্য করতে পারেননি মেয়েটি। আর বিধায়কও স্থির থাকতে পারেননি। তাই বিরোধী দলনেতার বিরুদ্ধে শুক্রবার পূর্বস্থলী থানায় এফআইআর দায়ের করেন বিধায়ক। তপন চট্টোপাধ্যায়ের কথায়, ‘এই ঘটনার কথা আমি স্পিকারকেও জানিয়েছি। বিরোধী দলনেতার কঠোর শাস্তি দাবি করছি। তাঁর এই অসভ্যতা মেনে নেওয়া যায় না। আমি পরে চিঠি লিখেও স্পিকারকে বিষয়টি বিস্তারিতভাবে নিশ্চয়ই জানাব।’