লোকসভা নির্বাচনের মরশুমে এখন জোরদার চলছে সভা–সমাবেশ। ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্বের প্রস্তুতি নিয়ে কাজ চলছে সব রাজনৈতিক দল থেকে নির্বাচন কমিশনের। এই আবহে বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলে অভিযোগ তুলে আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি, লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছেন রাজ্যপাল। তাই আজই নয়াদিল্লির নির্বাচনী সদনে এই ইস্যুতে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
এখন রাজ্যপালের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। রাজভবনে কর্মরত এক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। আবার বাংলার নৃত্যশিল্পীকে নয়াদিল্লির হোটেলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। তা নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু ২১ মে এক্স হ্যান্ডেলে রাজ্যপালের একটি ছবি পোস্ট করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সেই ছবিতে দেখা গিয়েছে, রাজ্যপাল একটি হলুদ রঙের উত্তরীয় মতো কিছু পরে আছেন। আর তাঁর বুকের কাছে পদ্ম চিহ্নের লোগো লাগানো। কুণাল ঘোষ এই ছবি দিয়ে দাবি করেন, ওটা বিজেপি দলের প্রতীক। আর আজ সেই ছবি হাতিয়ার করেই নির্বাচন কমিশনের কাছে বোসের বিরুদ্ধে ফোঁস করে অভিযোগ জমা দিলেন ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুন: ‘তিন বছর ধরে বিজেপির বি–টিম হয়ে কাজ করছে’, ভাঙড়ের জনসমুদ্র থেকে নওশাদকে তোপ অভিষেকের
বাংলার রাজ্যপাল যে বিজেপির হয়ে প্রত্যেক পদে কাজ করছেন এই অভিযোগ বরাবর করে আসছে তৃণমূল কংগ্রেস। এমনকী তাঁকে পদ্মপালও বলা হয়। সেখানে রাজ্যপাল বিজেপির লোগো লাগানো উত্তরীয় পড়ে আছেন! এই ছবিই সামনে আসতে সবথেকে বেশি আলোচনা শুরু হয়েছে। আর এবার তাঁর বিরুদ্ধে সরাসরি নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। যদিও এই নিয়ে রাজ্যপাল কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি নয়াদিল্লি সফরে সম্প্রতি গিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেখানে রাজ্যপাল এখন যাচ্ছেন সেখানেই গো–ব্যাক স্লোগান বা কালো পতাকা দেখতে হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে নালিশ বেশ চাপের বলে মনে করা হচ্ছে।
বিজেপির হয়ে প্রচারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াতেও নাক গলানোর অভিযোগ করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। আর সেটা করেছে তৃণমূল কংগ্রেস। ডেরেক নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন তাতে উল্লেখ করেছেন, বাংলার মানুষের অভিযোগ নেওয়ার কথা বলে রাজ্যপাল একটি পৃথক পোর্টাল খুলেছেন সিভি আনন্দ বোস। নির্বাচন কমিশন থাকার পরও এই পৃথক পোর্টাল খোলা বেআইনি এবং নির্বাচনী পদ্ধতির বিরোধী। তাই রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন কমিশনে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কুণাল ঘোষ বলেছিলেন, ‘রাজ্যপালকে স্পষ্ট করতে হবে এই ছবি সত্যি না মিথ্যে। রাজ্যপালের পদে থেকে উনি যদি বিজেপির প্রতীক পোশাকে লাগিয়ে ঘোরেন তাহলে তাঁর পদত্যাগ করা উচিত।’