লোকসভা নির্বাচনের চতুর্থ দফা মিটে গিয়েছে। বাকি আছে আর তিন দফা। তাই সর্বত্র জোরকদমে নির্বাচনী প্রচার–সভা–সমাবেশ চলছে। পঞ্চম দফার প্রস্তুতি চলছে জেলায় জেলায়। এই আবহে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তমলুকের মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ করলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য। বিজেপির প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নেননি মুখ্যমন্ত্রী। যেখানে আজ, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে প্রচারবাবু, শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নয়া নামকরণ হয় কিনা তা নিয়ে কৌতূহল ছিল অনেকের মধ্যে। যদিও ৩৬ মিনিটের বক্তব্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম একবারও মুখে আনলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও এক ধরণের উপেক্ষা বলেই মনে করা হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে তুমুল বিতর্ক দেখা দিয়েছে।
আরও পড়ুন: কঠোর কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বস্তি
কিছুদিন আগে অবশ্য নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী এই প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি প্রার্থীকে ‘বিচারপতির আসনে বসা কেউটে সাপ’, ‘বিচারালয়ের কলঙ্ক’ এবং ‘দেহত্যাগ’ করা উচিত বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ বৃহস্পতিবার অভিজিৎ উপেক্ষিত কেন? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীকে যে কদর্য ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্রমণ করেছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন। এমনকী সেই মন্তব্য নিয়ে আজ নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে তৃণমূল কংগ্রেস। আর হয়তো তাই এই বিজেপি প্রার্থীর নাম এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এভাবে বুঝিয়ে দিলেন কেউ অধম হলে আমি উত্তম হবো না কেন? তাই কদর্য ভাষায় আক্রমণ করার পরও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম এড়িয়ে গেলেন। বাংলার মানুষকে বিচার করতে দিলেন। মহিলাদের প্রতি বিজেপি নেতাদের ভাষা ক্রমাগত যে জায়গায় পৌঁছেছে তাতে ভোটবাক্সে প্রভাব পড়বে। তাই এই নিয়ে তিনি কিছু বলতে চাইলেন না। ঠিক কী বলেছেন বিজেপি প্রার্থী? বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! কেন তোমার দাম ১০ লক্ষ টাকা? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়?’