আজ, সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শুরু হয়েছে। ভোটপঞ্চমীতে নানা অভিযোগও উঠতে শুরু করেছে। এই আবহে এক্স হ্যান্ডেলে স্মৃতি রোমন্থন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ বছর আগের কথা তুলে ধরলেন তিনি। এই দিনটি সেদিন ঐতিহাসিক হয়ে উঠেছিল। বাংলার মানুষ তাঁকে আশীর্বাদ করেছিলেন। যা নিয়ে আজও পথ চলছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেদিন প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের উন্নয়নের যে কথা তিনি ভেবেছিলেন আজও তা ভোলেননি। এটাই আজ তুলে ধরতে চেয়েছেন বাংলার মানুষের কাছে।
বাংলার মানুষের সেবা করার অঙ্গীকার সেদিন যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন আজও তা অব্যাহত রয়েছে বলে তাঁর দাবি। তাই তিনি আজ নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মানুষের উদ্দেশে লেখেন, ‘১৩ বছর আগে, আজকের এই ঐতিহাসিক দিনে, আমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। সেই দিন থেকে পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকার নিয়ে, আমরা রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলাম।’ সুতরাং আজকের দিনে ১৩ বছর আগে কি ঘটেছিল সেটা স্পষ্ট হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করে চলেছেন সেটা এখন বাংলার আপামর জনগণ দেখতে পাচ্ছেন।
বাংলার মানুষ তাঁকে এই সুযোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃতজ্ঞ সেটা লেখেন তিনি। আবার এই উন্নয়নের ধারা আমৃত্যু করে যাবেন বলেও বাংলার মানুষের কাছে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান। এদিন এক্স হ্যান্ডেলে তাই মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি মা–মাটি–মানুষের কাছে তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং অফুরান ভালবাসার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। আমি বাংলাকে প্রগতি এবং সমৃদ্ধির আরও উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতিতে আমৃত্যু বদ্ধপরিকর।’ মুখ্যমন্ত্রী একাধিক সামাজিক প্রকল্প সামনে নিয়ে এসেছেন তাঁর শাসনকালে। তাতে বাংলার মহিলা থেকে সর্বস্তরের মানুষ উপকৃত হচ্ছেন। সেটাই অব্যাহত রাখার কথা বুঝিয়েছেন তিনি।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে কোপ রক্তাক্ত আরামবাগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব কল্যাণ, ইভিএম বিভ্রাট সর্বত্র
এছাড়া ভোট মরশুমে যাতে অশান্তি না হয়, মানুষ যাতে শান্তিতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সে কথাও উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো নিজের লেখায়। আর ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাইকে অভিনন্দনও জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ মা–মাটি–মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তাঁরা পালন করেছেন তার জন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’