ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এখনও রয়ে গিয়েছে। কলকাতা ও গ্রামবাংলায় সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড়ের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতর বলছে, আজ, সোমবার সারাদিনই এরকম নাগাড়ে বৃষ্টি চলবে। রেমালের প্রভাবে বেসামাল হয়ে পড়েছে গোটা জনজীবন। এই দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে আশ্বস্ত করেছেন যে প্রশাসন সবসময় পাশে আছে। আর্থিক সহায়তাও মিলবে। কিন্তু তার মধ্যেই ডাকা হয়েছে ইন্ডিয়া জোটের সর্বদলীয় বৈঠক। যদিও সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন।
আজ, সোমবার বড়বাজারের সত্যনারায়ণ পার্কে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়ে দেন, ১ জুনের ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি যেতে পারবেন না। তবে সেটা কোনও সংঘাতের কারণে নয়। বরং সেদিন বাংলায় ৯টি আসনে লোকসভা নির্বাচন রয়েছে। তাই যেতে পারবেন না তৃণমূল সুপ্রিমো। যদিও জাতীয় রাজনীতির অলিন্দে একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সেটা হল–সরকার কারা গড়বে? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট? গোটা দেশে বিজেপি বিরোধী একটা আন্ডার কারেন্ট চলছে। এই আবহে তথ্য–পরিসংখ্যান নিয়ে বসতে চাইছেন ইন্ডিয়া জোটের নেতারা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল যুযুধান প্রতিপক্ষকে কাজে নামিয়ে দিল, ভোট ভুলে মানুষের সেবায় ডান–বাম
এদিকে এবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। যেখানে দেশের তামাম বিরোধী দলের শীর্ষনেতারা উপস্থিত থেকে তথ্য পরিসংখ্যান পেশ করবেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে বলেন, ‘ইন্ডিয়া জোটের বৈঠক ১ তারিখ ডাকা হয়েছে। কিন্তু সেখানে আমি কেমন করে যাব? ওই বৈঠকে ১ জুন আমি যেতে পারব না। কারণ বাংলার ৯টি আসনে ভোট রয়েছে। সেটা ফেলে আমি যাব কী করে? ভোট শেষ হতে তো সন্ধ্যে ৬টা বেজে যায়। নির্বাচনী কাজ মেটাতে রাত ১০টা বেজে যাবে। আমাকে তো সব দিকটাই দেখতে হবে।’
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের অঙ্ক কী বলছে? জানতে ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে!
অন্যদিকে আর এই তথ্য–পরিসংখ্যান পেশের মধ্যে দিয়েই একটা প্রাথমিক আবাস মিলবে বলে মনে করা হচ্ছে। সপ্তম দফার নির্বাচন রয়েছে ১ জুন। আর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৪ জুন। ইন্ডিয়া জোটের বৈঠকে না যাওয়ার পিছনে আরও কারণ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে এখন রেমাল ঘূর্ণিঝড়ের দুর্যোগ হয়েছে। মানুষ রিলিফ ক্যাম্পে আছে। তাদের দিকে খেয়াল রাখতে হবে। ভোটের বিষয়টি দেখতে হবে। তবে আমার হৃদয় থাকবে ইন্ডিয়া জোটের বৈঠকে।’