আজ, শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হচ্ছে গোটা দেশে। সর্বত্রই উৎসবের মেজাজে ভোট হচ্ছে। এই আবহে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাতে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। যদিও আজ যে ৯টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে তার প্রত্যেকটিই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেখানে একাধিক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রে থাকা ওয়েব ক্যামেরায় কারচুপি করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। সেখানে আজ ভোট দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির উৎখাত হওয়া শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের আসন ২০১৯ সালের থেকে অনেক বাড়বে।
এদিকে আজ ভোটসপ্তমীতে যুযুধান প্রতিপক্ষের মধ্যে লড়াইও দেখেছে মহানগরী। মিঠুন চক্রবর্তী থেকে শীলভদ্র দত্ত প্রত্যেককেই গো–ব্যাক স্লোগান শুনতে হয়। বাদ পড়েননি তাপস রায়ও। এই আবহে এক্স হ্যান্ডেলে মারাত্মক অভিযোগ তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিপুল পরিমাণ ওয়েব কাস্টিং ক্যামেরা যা একাধিক লোকসভা কেন্দ্রের নানা বুথে লাগানো রয়েছে তাতে কারচুপি করা হচ্ছে। অবিলম্বে বাংলার নির্বাচন কমিশনের সিইও বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুন এবং নির্বাচন প্রক্রিয়া থামিয়ে সমস্ত ক্যামেরা ঠিক আছে কিনা দেখুন। তারপর আবার শুরু হোক ভোট।’
অন্যদিকে এখানেই শেষ নয়, চারটি লোকসভা কেন্দ্রের নামও বিরোধী দলনেতা উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির বেড়মজুড়ে মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা। ভোটের আগের রাত থেকে সন্দেশখালিকে দমাতে মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির নানা অঞ্চলে হাওয়াই চপ্পল পরা পুলিশ এবং সাদা পোশাকের সিভিক ভলান্টিয়ার ঘুরে বেড়াচ্ছে। যারা মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে। সূত্রের খবর, বিরোধী দলনেতার সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের ঘুষি পড়ল বাম প্রার্থী তন্ময়ের উপর, তুলকালাম বরাহনগর চত্ত্বর
এছাড়া প্রত্যেকটি অভিযোগই শুভেন্দু করেছেন এক্স হ্যান্ডেলে। তার সঙ্গে ভিডিয়ো পোস্ট করেছেন। যদিও তা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। তবে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অভিযোগ করেন, ‘ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ১৪১টি ক্যামেরা, মথুরাপুরে ১৩১টি ক্যামেরা, জয়নগরে ৯০টি ক্যামেরা এবং যাদবপুরে ৬০টি ক্যামেরায় কারচুপি করা হয়েছে।’ এই অভিযোগ সত্য কিনা সেটা নির্বাচন কমিশন জানাবে। সব মিলিয়ে ভোটের শেষলগ্নে টানটান উত্তেজনা দেখা যাচ্ছে।