তৃতীয় দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রেই ‘লেটার’ পেলেন মহিলারা। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদে মহিলাদের ভোটদানের হার ৮০ শতাংশের বেশি ছিল। চারটি লোকসভা কেন্দ্রেই মহিলাদের থেকে পুরুষদের ভোটদানের হার অনেকটা কম। সার্বিকভাবে ভোটদানের নিরিখে তৃতীয় দফার লোকসভা নির্বাচনে একমাত্র ‘লেটার’ পেয়েছে মুর্শিদাবাদে। বাকি তিনটি কেন্দ্রে মোট ভোটদানের হার ৭৫ শতাংশ থেকে ৭৬ শতাংশের মধ্যে থেকেছে।
যদিও সেটাই চূড়ান্ত পরিসংখ্যান নয়। কমিশনের তরফে জানানো হয়েছে, ঠিক কত ভোট পড়েছে, সেটা এখনই নিখুঁতভাবে বলা যাবে না। ভোটগণনার পরে সেটা বোঝা যাবে। তখন পোস্টাল ব্যালট যোগ করা হবে। যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন সার্ভিস ভোটার, ভোটের কাজে নিযুক্ত থাকা সরকারি কর্মচারী, ৮৫ বছরের উর্ধ্বে থাকা ভোটাররা (আবেদন করতে হয় তাঁদের, তাহলে বাড়ি গিয়ে ভোট নিয়ে আসা হয়)।
জঙ্গিপুরে ভোটদানের ইতিবৃত্ত
১) জঙ্গিপুরে পুরুষদের ভোটদানের হার হল ৬৮.৯১ শতাংশ।
২) ৮২.৭৫ শতাংশ মহিলার ভোট পড়েছে।
৩) অন্যান্যদের ভোটদানের হার ১৭.৩৯ শতাংশ।
৪) সার্বিকভাবে ৭৫.৭২ শতাংশ ভোট পড়েছে।
মালদা দক্ষিণে ভোটদানের ইতিবৃত্ত
১) পুরুষদের ভোটদানের হার হল ৭১.৩৩ শতাংশ।
২) ৮২.১৫ শতাংশ মহিলা ভোট দিয়েছেন।
৩) অন্যান্যদের ভোটদানের হার হল ১৮.৭৫ শতাংশ।
৪) মোট ভোট পড়েছে ৭৬.৭৯ শতাংশ।
মালদা উত্তরে ভোটদানের ইতিবৃত্ত
১) পুরুষদের ক্ষেত্রে ভোটদানের হার হল ৭১.৩৩ শতাংশ।
২) মহিলাদের ক্ষেত্রে ভোটদানের হার হল ৮১.০১ শতাংশ।
৩) অন্যান্যদের মধ্যে ১০.৯১ শতাংশ ভোট পড়েছে।
৪) সার্বিকভাবে ভোটদানের হার হল ৭৬.০৩ শতাংশ।
মুর্শিদাবাদে ভোটদানের ইতিবৃত্ত
১) পুরুষদের ভোটদানের হার হল ৭৭.১৪ শতাংশ।
২) মহিলাদের ভোটদানের হার ৮৬.০৭ শতাংশ।
৩) অন্যান্যদের ভোটদানের হার হল ২৮.৫৭ শতাংশ।
৪) মোট ভোট পড়েছে ৮১.৫২ শতাংশ।
সার্বিকভাবে পশ্চিমবঙ্গে ভোটদানের হার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে মোট ৭৭.৫৩ শতাংশ ভোট পড়েছে। ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। শীর্ষে আছে অসম। সেখানে ৮৫.৪৫ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। সবথেকে কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে। সেখানে ভোটদানের হার মাত্র ৫৭.৫৫।