লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপনের অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। এমনই তথ্য সামনে উঠে আসছে। রিপোর্ট অনুযায়ী, ১৩ মার্চ থেকে ৮ মে পর্যন্ত দিল্লিতে ২০৮৪টি রাজনৈতিক বিজ্ঞাপনের অনুমোদনের জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে প্রায় ৫১৭টি আবেদন জমা দিয়েছে। তালিকায় এরপরই আছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তারা ৩৪৯টি রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ১১৮টি আবেদন জমা করেছে নির্বাচন কমিশনের কাছে। বিজেপির থেকে তা ৩৯৯ কম। এদিকে আম আদমি পার্টি লোকসভা নির্বাচন সংক্রান্ত সমসংখ্যক বিজ্ঞাপনের জন্য ছয়টি আবেদন জমা দিয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে বলাই বাহুল্য, নির্বাচনের প্রাক্কালে দিল্লির অধিকাংশ এলাকা বিজেপির বিজ্ঞাপনে মুড়ে ফেলা হয়েছে। এক কথায়, দিল্লির ভোটের আগেই ‘দিল্লি দখল’ পদ্ম শিবিরের। (আরও পড়ুন: শীর্ষে থেকেও 'হেরে গেল' বাংলা, কমিশনের ভোট পরিসংখ্যানে উঠল এল কোন তথ্য)
আরও পড়ুন: BJP-কে নিয়ে মমতার দাবি 'ওড়ালেন' প্রশান্ত কিশোর, অঙ্ক কষে ভাঙলেন তৃণমূলের আশা
আরও পড়ুন: ১৩ মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছল দেশের পাইকারি মূল্যস্ফীতির হার, 'দায়ী' খাদ্য-গ্যাস
রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে নির্বাচনে লড়াই করা সমস্ত রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে মোট ৬৩৮টি আবেদন পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচনী অফিস মোট ২৪২৩টি বিজ্ঞাপন অনুমোদন করেছে। প্রসঙ্গত, নির্বাচনকালীন সময়ে শর্ট ফিল্ম, বা অন্যান্য ক্রিয়েটিভ বিজ্ঞাপন চালানোর জন্য রাজনৈতিক দলগুলিকে আবেদন জমা দিতে হয়। এদিকে একটি আবেদনে একাধিক বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুরোধ জানানো হতে পারে।
আরও পড়ুন: রাজস্থানে খনিতে ছিঁড়ল লিফট, ৫৭৭ ফুট নীচে আটকে কলকাতা থেকে যাওয়া অফিসাররা
উল্লেখ্য, সাধারণ নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকেই দেশের যেকোনও জায়গায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন দিতে হলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসের অনুমোদন নিতে হয়। এই আবহে দিল্লিতে রাজনৈতিক দলগুলির বিজ্ঞাপনের অনুমোদনের জন্য দিল্লির মুখ্য নির্বাচনী অফিসের অনুমোদন নিতে হয়। (আরও পড়ুন: আদালতে জোর ধাক্কা খেল রাজ্য, সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা)
আরও পড়ুন: চাবাহার নিয়ে ভারতকে 'নিষেধাজ্ঞা জুজু' দেখাল USA, জবাবে মুখ খুললেন জয়শংকর
আরও পড়ুন: হলদিরামের ৭৬% অংশীদারিত্ব কিনতে চায় ব্ল্যাকস্টোন, সংস্থার দামে ঘুরবে মাথা!
এদিকে রাজধানীতে বিনা অনুমতিতে রাজনৈতিক বিজ্ঞাপন লাগানো হলে তা সরিয়ে ফেলার দায়িত্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওপরে। এই আবহে দিল্লি পুরসভার ১২টি জোনে ১৩ মে পর্যন্ত ৮.৮৪ লক্ষেরও বেশি পোস্টার, ব্যানার, হোর্ডিং, সাইনবোর্ড, পতাকা সহ অন্যান্য রাজনৈতিক বিজ্ঞাপন সরানো হয়েছে। এর আগে আম আদমি পার্টির একটি 'মিউজিক ভিডিয়ো' নাকি নিষিদ্ধ করে দিয়েছিল দিল্লি মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পরে সেই মিউজিক ভিডিয়োটি প্রকাশ করেছিল আম আদমি পার্টি। প্রসঙ্গত, দিল্লিতে আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।