বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > লোকসভা নির্বাচনে ভরাডুবি কেন?‌ বৈঠকে অসহায়তার কথা জানালেন লালপার্টির নেতারা

লোকসভা নির্বাচনে ভরাডুবি কেন?‌ বৈঠকে অসহায়তার কথা জানালেন লালপার্টির নেতারা

সিপিএম (HT_PRINT)

বামফ্রন্টের দুই শরিক আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক সিদ্ধান্ত নিয়েছে আর কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে তাঁরা জোটে যাবেন না। এটা নিয়েও চিন্তায় বেড়েছে বড় শরিকের। আর সিপিএম সূত্রে খবর, সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর অধিকাংশ নেতাই শনিবারের বৈঠকে নিজেদের হতাশা ব্যক্ত করেছেন। আলোচনার অভিমুখ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

বুথফেরত সমীক্ষা যদি কিছু মিলিয়ে থাকে তা হল, বামেরা একটি আসনও পাবে না। এই এক্সিট পোল কিন্তু লোকসভা নির্বাচনে মিলেছে। আর কংগ্রেস ৪২টি আসনের মধ্যে একটি আসন পেয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই বিপর্যয়ের কারণ খুঁজতে শনিবার বৈঠকে বসেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে দলের অসহায়তার কথা তুলে ধরেছেন লালপার্টির নেতারা। আর তাই রাজ্য সম্পাদকমণ্ডলী এখনই কোনও দিকনির্দেশ করছে না। আজ, রবিবার সিপিএমের পলিটব্যুরোর বৈঠক আছে। তারপর জুন মাসের ১৯–২০ তারিখ সিপিএমের রাজ্য কমিটির বৈঠক বসবে। তার আগে আবার একবার বৈঠকে বসবে রাজ্য সম্পাদকমণ্ডলী। তখনই কোন কোন প্রশ্নে পর্যালোচনা করা হবে সেটা নির্ধারিত হতে পারে।

২০১১ সালে ক্ষমতা থেকে চলে যায় বামফ্রন্ট সরকার। তখন শূন্য ছিল না সিপিএম। তারপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাল ফল করে বিরোধী দল হয়। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শূন্য হতে থাকে সিপিএম। একুশের বিধানসভা নির্বাচন হওয়ার সময়ও সেই শূন্যতা বৃদ্ধি পায়। তারপর থেকে যতগুলি নির্বাচন হয়েছে ততই শূন্যের দিকে এগিয়ে গিয়েছে সিপিএম। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, সিপিএম মহাশূন্য। শনিবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সে কথা উঠেছে। তৃণমূল ও বিজেপি দুই দলেরই বিরোধিতা করা হলেও ফল মেলেনি। তাতেই তৃতীয় হয়েছে বামেরা। এক সিপিএম নেতা বৈঠকে বলেন, ‘‌আমরা অসহায়। আমাদের আর কিছু হওয়ার ছিল না।’‌ এই কথার পাশাপাশি একুশের নির্বাচনের তুলনায় কিছু আসনে ভোটবৃদ্ধি পেয়েছে এমন তথ্যই তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‌ উত্তর কলকাতা আসন জিততে স্ট্র‌্যাটেজি নেন স্বয়ং মমতা, বৈঠকে বকা খেলেন দেবাংশু

সিপিএম ইন্ডিয়া জোটে আছে। অথচ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় নেমে পড়ে। দোসর হয় কংগ্রেস। কিন্তু তাতে সিপিএমের কোনও লাভ হয় না। বরং কংগ্রেস একটি আসন জিতেছে। বাম–কংগ্রেস জোটকে বাংলার মানুষ ভালভাবে নেয়নি বলেই এমন ফলাফল হয়েছে। এমন তথ্যও উঠে আসে বৈঠকে। তবে বিজেপি সম্পর্কে নরম হতে চাইছেন না সিপিএম নেতারা। আবার তৃণমূল কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব নিলে পার্টিতে কেউ থাকবেই না। এই পরিস্থিতিতে দোটানায় পড়েছে সিপিএম। কিন্তু ইন্ডিয়া জোটে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা বাংলায় করলে কেমন ফল হয় তাও দেখেছেন সিপিএম নেতারা। তাই এই নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করেন সিপিএম নেতারা।

ইতিমধ্যেই বামফ্রন্টের দুই শরিক আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক সিদ্ধান্ত নিয়েছে আর কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে তাঁরা জোটে যাবেন না। এটা নিয়েও চিন্তায় বেড়েছে বড় শরিকের। আর সিপিএম সূত্রে খবর, সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর অধিকাংশ নেতাই শনিবারের বৈঠকে নিজেদের হতাশা ব্যক্ত করেছেন। আলোচনার অভিমুখ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। বেঙ্গল লাইনের ভরাডুবি কেন?‌ সেটা উত্তর এখনও মেলেনি। অথচ শুরু হয়েছে পলিটব্যুরো বৈঠক। সিপিএমের ভবিষ্যৎ কী? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোঁচা দেওয়া হয়েছে। সেটা হল—শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়।

ভোটযুদ্ধ খবর

Latest News

রবিবার করে মেট্রো চলবে না গ্রিন লাইনে, পুরো ট্রাফিক ব্লক, কারণটা কী! বারবার আগুনের স্বপ্ন দেখা কিসের ইঙ্গিত দেয়! দেখে নিন কী বলছে স্বপ্নশাস্ত্র ডেঙ্গির মশা কামড়ালে ত্বকে কেমন দাগ হয়? সজাগ থেকে জেনে রাখুন এই ১০ তথ্য LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত? জমির বদলে চাকরি দুর্নীতি মামলা, লালুকে জেরা ইডি-র স্টার কিড হওয়ার ঝক্কি হাজার! করিনার সঙ্গে নিজের তুলনা টেনে কী বললেন কঙ্কনা? ‘বসতি এলাকায় বোমা ছুঁড়ছে’ যুদ্ধবিরতি কার্যত খারিজ পুতিনের! বিধ্বস্ত ইউক্রেন রাজস্থানের কোটি টাকার তারকা IPLএ সুযোগই পাবেন না! বিক্রমের মন্তব্যে বড় জল্পনা জেলায় শিল্পস্থাপনে উৎসাহ দিতে বাম সরকারের আইন বাতিল করতে বিল আনলেন মমতা দার্জিলিংয়ে টয়ট্রেনের সঙ্গে ফের ধাক্কা গাড়ির

IPL 2025 News in Bangla

LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত? IPL 2025-এ ৩০০ রান উঠবে! এবিডি-র ভবিষ্যদ্বাণী, পতিদারকে দিলেন নেতৃত্বের পরামর্শ সলিড ব্যাটিং,স্পিনের কেমিস্ট্রি,ধোনির উপস্থিতি CSK-এর শক্তি, আর দুর্বলতাগুলো কী? অধিনায়ক বদল, গৌতির না থাকা, অনভিজ্ঞ পেস-অ্যাটাক- KKR-এর চিন্তা, প্লাস-পয়েন্ট কী? IPL 2025 শুরুর আগে দেখুন কামিন্সের নেতৃত্বাধীন SRH-এর সম্পূর্ণ স্কোয়াড ও সূচি ইশান কি তিন নম্বরে নামবেন? কোন একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স ‘স্টার্ক, কামিন্স নই! তবে ম্যাচ আমিও জেতাতে পারি,’ বলছেন PBKSর 5.5 কোটির তারকা IPL 2025: ওয়াংখাড়েতে MI বাদে অন্য কোনও রঙ দেখতে চাই না… হার্দিকের বিশেষবার্তা IPL 2025-এর সবচেয়ে শক্তিশালী দল কি SRH? দেখে নিন কামিন্সদের শক্তি ও দুর্বলতা রোহিতদের জন্যই MI দলনায়ক হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করছেন হার্দিক, ব্যাপারটা কী?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.