আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। তবে বাংলার অধিকাংশ আসন কার কাছে যায় সেদিকেও নজর রয়েছে সকলের। বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, বাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবে বিজেপি। যা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কিন্তু এই আবহে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ভোট পরবর্তী সময়ে যে কোনও হিংসার মোকাবিলার জন্য জনমঞ্চ নামে একটি নতুন পোর্টাল চালু করেছেন। বাংলার যে কোনও ক্ষুব্ধ নাগরিক সরাসরি সেখানে অভিযোগ করতে পারবেন।
এদিকে ভোটের দিনগুলিতে মানুষের অভিযোগ শোনার জন্য রাজভবনে ‘পিস রুম’ খোলা হয়েছিল। আজ, গণনার দিনও পিস রুম খোলা রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ভোটের গণনায় কারচুপি হলে রাজভবনের পিস রুমে অভিযোগ জানানো যাবে। তবে নতুন পোর্টাল ‘জনমঞ্চ’ খুলে আবার নিজের সক্রিয়তা দেখালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখানে একটি ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়েছেন রাজ্যপাল। যার মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো যাবে। আর সেই অভিযোগ পেলেই অ্যাকশন মুডে ধরা দেবেন রাজ্যপাল।
আরও পড়ুন: এগিয়ে–পিছিয়ের অঙ্কে টানটান লড়াই, ২০১৯ সালের ছবিই স্পষ্ট হচ্ছে ২০২৪ নির্বাচনে
অন্যদিকে এই নতুন পোর্টালের ইমেল আইডি প্রকাশ্যে আনা হয়েছে। এখানে সকলে অভিযোগ জানাবেন—Janmanch.rajbhavankolkata@gmail.com এবং একটি টেলিফোন নম্বরও আছে। সেটি হল—033-22001641, এখানে সব তথ্য দেওয়া যাবে। তবে এখনও তেমন সাড়া মেলেনি বলেই সূত্রের খবর। রাজ্যপালের এই কাজ নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল নির্বাচন কমিশনকে এড়িয়ে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন বলে অভিযোগ তোলা হয়েছিল। এবার নতুন পোর্টাল খুলে রাজ্যপালের বার্তা, ‘দুর্দশাগ্রস্তদের অবিলম্বে সহায়তা দেওয়ার জন্য একটি দ্রুত প্রতিক্রিয়া দল বা রেপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। যারা রাজভবনে থাকতে চান তাদের জন্য বাসস্থান ও পরিবহনের ব্যবস্থাও করা হবে।’
এছাড়া রাজ্যপালের বার্তা, সবাইকে সংযত থাকতে হবে। দুষ্কৃতকারীদের দ্বারা শান্তিভঙ্গ বা সম্ভাব্য হিংসার যদি কোনও তথ্য থাকে, তাহলে সরাসরি রাজভবনে রিপোর্ট করার জন্যও আবেদন করেন তিনি। এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘ভোটের ফল যাইহোক না কেন, দেশবাসীর রায়কে আমাদের সবার সম্মান জানানো উচিত। এর সুযোগ নিয়ে কেউ গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে কি না, তার উপর আমাদের নজর থাকবে। কোথাও হিংসার ঘটনা নজরে এলে আপনারা রাজভবনের পিস রুমে জানাতে পারেন। যে কোনও মূল্যে হিংসা রুখতে রাজভবন প্রস্তুত আছে।’