লোকসভা ভোট ২০২৪ শুরু হতে আর দেরি নেই। ভোটের দামামা বাজতেই ইন্ডি জোটের শরিক আম আদমি পার্টি ও কংগ্রেস নিজেদের আসন বণ্টনের আলোচনা পাকাপাকি করে ফেলল। দিল্লি ছাড়াও গুজরাট, হরিয়ানা, গোয়া চণ্ডীগড়ে কোন ফর্মুলায় আসন রফা হবে, তা ঠিক করে ফেলল দুই দল।
কোন ফর্মুলায় কোন রাজ্যে হবে আসন বণ্টন?
দিল্লি- জানা গিয়েছে, দিল্লিতে ৭ আসনের মধ্যে কংগ্রেস ৩ টি আসনে লড়বে, কংগ্রেস লড়তে চলেছে ৪ আসনে। দিল্লিতে কংগ্রেস লোকসভা ভোটে লড়ছে চাদনি চক, উত্তর পশ্চিম দিল্লি, উত্তর পূর্ব দিল্লি থেকে। আম আদমি পার্টি লড়বে নয়া দিল্লি, পশ্চিম দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি থেকে।
গুজরাট:- মোদীগড় গুজরাটে বিধানসভা ভোটের সময় থেকেই কেজরিওয়াল শিবির তাদের জমি পোক্ত করতে শুরু করেছিল। এবার লোকসভা ভোটেও সেখানে নিজেদের পিচ প্রস্তুত করতে সচেষ্ট অরবিন্দ কেজরিওয়ালের দল। এদিকে, মোদীগড়ে হৃতজমি পুরনরুদ্ধাকে চেষ্টা করছে কংগ্রেস। গুজরাটে আম আদমি পার্টি পাচ্ছে ভারুচ ও ভাবনগর কেন্দ্রটি। সেখানে ২৬ টি আসনের মধ্যে কংগ্রেস লড়বে ২৪ টিতে।
গোয়া, চণ্ডীগড়:- বিজেপি শাসিত গোয়ায় কংগ্রেস দুটি আসনেই লড়বে। উল্লেখ্য, এখানের বিধানসভা ভোটেও কেজরির আম আদমি পার্টি প্রার্থী দিয়েছিল। তবে সাফল্যের খাতা সেভাবে ভরেনি। চণ্ডীগড় থেকে কংগ্রেস লড়বে বলে ঠিক হয়েছে।
হরিয়ানা:- ইতিমধ্যেই বিজেপির মনোহরলাল খট্টরের শাসিত জোট সরকারের হরিয়ানায় সদ্য বিরোধীদের আনা আস্থা ভোটের দাবিও চুরমার হয়েছে। সেই হরিয়ানার কুরুক্ষেত্র থেকে লড়বে আম আদমি পার্টি। এই রাজ্যে লোকসভার আসন ১০ টি। সেখানে কংগ্রেস ৯ টি ও আপ ১ টিতে লড়বে।
পঞ্জাব:- লোকসভা ভোটে নজর কাড়বে পঞ্জাব। কারণ আগেই এখানের ১৩ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। ফলে জোট সেখানে হচ্ছে না, তা আগেই আভাস দেন তিনি। এই জায়গা থেকে, জানা যাচ্ছে, পঞ্জাবে কংগ্রেস ও আম আদমি পার্টি আলাদা আলাদা করে লড়বে।
কবে ঘোষণা হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট?
এদিকে, ডঙ্কা বেজে গিয়েছে লোকসভা ভোটের। জানা যাচ্ছে, ১৩ মার্চের পরই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে পরিদর্শন করতে শুরু করেছে নির্বাচন কমিশন। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রাখছে ফোকাসে। বর্তমানে তারা তামিলনাড়ু পরিদর্শনে রয়েছে। কমিশনের টিম এরপর সফর করবে উত্তর প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে। ফলে সব মিলিয়ে এবার ভোট নিয়ে সাজো সাজো রব দেশের রাজনৈতিক ময়দানে।