ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব ওরফে দীপক অধিকারী প্রার্থী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। এই আবহে ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারীর নামে দেওয়াল লেখা শুরু করল তৃণমূল কংগ্রেস কর্মীরা। পিংলায় এই ঘটনা আগে একবার দেখা গিয়েছিল। এবার ঘাটালের খড়ার পৌরসভার একাধিক ওয়ার্ডে দেবের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দেওয়ালে ‘আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী’ বলে দেবের নাম উল্লেখ করা হয়েছে। সুতরাং এটা প্রস্তুতি শুরু বলা যেতে পারে।
এদিকে কয়েকদিন আগেই আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন ঘাটালের প্রার্থী দেব। তারপরই দেবের কাছে আসে ইডি নোটিশ। নয়াদিল্লি গিয়ে সেসবের জবাব দিয়ে এসেছেন দেব। ওই সভায় ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্য সরকার করবে বলে ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। আর এবার শুরু হয়েছে দেবের নামে দেওয়াল লিখন। এই বিষয়ে খড়ার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায় বলেন, ‘দেব প্রার্থী হচ্ছেন সেটা ঘোষণা না হলেও, প্রার্থী হচ্ছেন দেব এটা ভেবেই অতি উৎসাহে আমাদের ছেলেরা ময়দানে নেমে পড়েছে। আমি দেওয়াল ঘিরতে বলেছিলাম। ওরা যে লেখা শুরু করে দেবে ভাবিনি।’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কড়া সতর্কবার্তা পৌঁছল বন দফতরের কাছে, বন্যপ্রাণীর হানা নিয়ে নির্দেশ
অন্যদিকে দেব এখানে অনেক ভাল কাজ করেছে বলে ঘাটালবাসীর দাবি। তাই টিকিট পাবেন সেটা ধরেই নেওয়া যায়। তাছাড়া দেব নিজেই বলেছিলেন, ঘাটালবাসীর জন্য কাজ করতে চান তিনি। আর তাঁর দেখা সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলেন আর দিদির হাত ধরেই থেকে গেলেন। সুতরাং ঘাটাল থেকে দেব প্রার্থী হচ্ছেন সেটা একপ্রকার চূড়ান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়ে গিয়েছে। এখন নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তবে তার আগে দেওয়াল লিখন কি বিজেপিকে চাপে ফেলে দিল? উঠছে প্রশ্ন।
এছাড়া মার্চ মাসে ঘাটালে এসে সভা করার কথা আছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তখন সেই মঞ্চে থাকবেন দেবও। আর ওখান থেকেই প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে দেওয়া হবে দীপক অধিকারী ওরফে দেবের বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে কটাক্ষ করেছেন খড়ারের বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘আমরাও দেওয়াল লিখন শুরু করেছি। তবে ওদের মতো উৎশৃঙ্খলভাবে নয়। এখানে তৃণমূলের তিনটি গোষ্ঠী। কোন গোষ্ঠী দেবের নাম লিখে দেবের কাছাকাছি পৌঁছতে পারবে তার প্রতিযোগিতা চলছে।’