ভোট গণনা শুরু হতেই সিংহভাগ আসনেই কার্যত এগিয়ে থাকতে দেখা গিয়েছে তৃণমূলকে। এখন পর্যন্ত সেই ধারায় বজায় রয়েছে। আর গণনা শেষ হতে না হতেই বিভিন্ন জায়গায় জয়ের উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ভোট গণনা প্রায় শেষের দিকে চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রাজ্যে কার্যত সবুজ ঝড়। দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ও ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। এই অবস্থায় বিজেপিকে কটাক্ষ করলেন মালা রায়। তাঁর মন্তব্য, ‘মোদী ঝড় এখন হাওয়া হয়ে গিয়েছে।’
আরও পড়ুন: ভোটে পিছিয়ে থাকতেই মেজাজ হারালেন অর্জুন, TMC নেতার গায়ে হাত তোলার অভিযোগ
মালা রায় এদিন বলেন, ‘শুধু দক্ষিণ কলকাতা আসনে নয়, আমরা সব জায়গায় এগিয়ে রয়েছি।’ এক্সিট পোলে দেখা গিয়েছিল, দেশে ৪০০ এর কাছাকাছি আসন পেয়ে যাবে এনডিএ। সেপ্রসঙ্গে মালা রায় বলেন, ‘আসলে ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে। ঝড়ের সেই বেগ নেই। তবে দিনের শেষে বোঝা যাবে দেশে ইন্ডিয়া জোট কত পাচ্ছে আর এনডিএ জোট কত পাচ্ছে।’
তাঁর সংযোজন, ‘পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা বিপুল ঝড় দেখা যাচ্ছে। সেটা হল তৃণমূলের ঝড়। আর এটা হওয়া নয়। এখানে তৃণমূল এত আসনে জিতবে যে অনেকেই কল্পনা করতে পারেনি। এখনও পর্যন্ত তৃণমূল যেভাবে অনেক আসনে এগিয়ে রয়েছে। সেই ব্যবধান আরও বাড়বে।’
প্রসঙ্গত রাজনৈতিক মহলের ধারণা ছিল এবার তৃণমূলের কাছে রাজ্যে লড়াইটা কঠিন হবে। সেই প্রসঙ্গে মালা রায় বলেন, ‘বিজেপির তাবড় তাবড় নেতারা অনেক প্রভাবিত করার চেষ্টা করেছেন। কিন্তু, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আশাবাদী ছিলেন। তারা প্রতিটি জায়গায় প্রচুর মিছিল পদযাত্রা করেছেন। তারা প্রথম থেকেই আশাবাদী ছিলেন। কতটা আসন তৃণমূল পাবে সেই আঁচ তাঁরা করতে পেরেছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি ১৮টি এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২ টি আসন। এ প্রসঙ্গে মালা রায় বলেন, ‘এবারের লড়াইটা কঠিন কিছুই ছিল না। বিধানসভার আগেও বিজেপি বলেছিল যে তারা সরকার গঠন করবে। কিন্তু, বিধানসভার রেজাল্টটা উল্টো হয়েছিল। আর লোকসভার ক্ষেত্রেও তাই হল। ওদের স্বপ্নটা বৃথা হয়ে যাচ্ছে।’