Mamata Banerjee: হাওয়াই চটি পরেই কলকাতার রাজপথে ১২ কিমি হাঁটলেন মমতা, প্রচার হল শেষ…
Updated: 30 May 2024, 07:16 PM ISTমমতার পায়ে বরাবরের মতোই এদিন ছিল সাদা হাওয়াই চটি। পাশে ছিলেন সায়নী। তিনিও সাদা রঙের চটি পরেছিলেন। একেবারে মমতার মতোই। তবে অন্যান্য নেতা নেত্রীদের পায়ে ছিল স্নিকার্স। এমনকী যে নৃত্যশিল্পীরা দীর্ঘপথে হাঁটলেন তাঁদের পায়েও ছিল স্নিকার্স।
পরবর্তী ফটো গ্যালারি