বড় মার্জিনে জয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে রবিবার বারাণসীতে প্রচার চালাল বিজেপির তারকা প্রচারক দল। এই দলটির নেতৃত্বে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
এস জয়শঙ্কর বারাণসীর তামিল জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন, মোহন যাদব যাদব-অধ্যুষিত সীর গোবর্ধনপুর এলাকায় একটি জনসভা করেন এবং উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সিটি সাউথ বিধানসভা এলাকায় একটি সভা করেন।
সাংবাদিকদের কথা বলার সময়, এস জয়শঙ্কর বলেন, ‘বিশ্ব দেখবে, আগামী ৪ জুন ভারতে মোদী ৩.০ সরকার গঠন হবে। বারাণসী নিজেই দেশের পুরো জনগণকে একটি বার্তা দিচ্ছে যে আগামী ৪ জুন মোদী সরকার তৃতীয়বারের মতো একটি বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হবে।’
আরও পড়ুন। মঙ্গলে তাপস রায়ের সমর্থনে রোড-শো মোদীর, নেতাজি, বিবেকানন্দ, সারদা মাকে জানাবেন শ্রদ্ধা
তিনি আরও বলেন, ‘আজ, সারা বিশ্ব ভারতের বিদেশনীতি নিয়ে আলোচনা করছে, যা দেশবাসীর জন্য গর্বের বিষয়। আজ ভারতের ছবি এবং সুনাম সারা বিশ্বে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, মোদীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে।’
এস জয়শঙ্কর আরও উল্লেখ করেন যে, মোদীর নেতৃত্বে ভারত তার বিদেশনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হয়েছে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হয়েছে।
আরও পড়ুন। ‘অপমানজনক’ বিজ্ঞাপন দিয়ে সুপ্রিম কোর্টে ‘থাপ্পড়’ খেল BJP, জয় হতেই তোপ তৃণমূলের
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব যাদব-প্রধান সীর গোবর্ধনপুর এলাকায় এক জনসভায় বক্তব্য রাখেন। তিনি মোদীর উন্নয়নমূলক কার্যক্রম এবং দেশের উন্নতির জন্য তার অবদানের কথা তুলে ধরেন। এছাড়া, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সিটি সাউথ বিধানসভা এলাকায় একটি সভা করেন এবং সেখানেও মোদীর নেতৃত্বের প্রশংসা করেন।
বিজেপির এই তারকা প্রচারক দল বারাণসীর বিভিন্ন অংশে গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করে এবং প্রধানমন্ত্রী মোদীর উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার করে।
বিজেপি আশা করছে যে এই প্রচারের মাধ্যমে বারাণসীর জনগণ মোদীর নেতৃত্বে আরও একবার আস্থা রাখবে এবং আগামী ৪ জুন মোদী ৩.০ সরকার গঠনে সহায়ক হবে।