বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Nandigram Vote Update: ভোটারদের আটকাতে নন্দীগ্রামে ভাঙা হল সেতু! 'অপহৃত' ২ TMC এজেন্ট, দাবি দেবাংশুর

Nandigram Vote Update: ভোটারদের আটকাতে নন্দীগ্রামে ভাঙা হল সেতু! 'অপহৃত' ২ TMC এজেন্ট, দাবি দেবাংশুর

তৃণমূলের দুই বুথ এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দেবাংশুর

নন্দীগ্রামে প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে বিস্ফোরক অভিযোগ তমলুক লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। এরই সঙ্গে তাঁর আরও দাবি, ভোটে তৃণমূলকে ঠেকাতে বিজেপি তাঁদের দুই বুথ এজেন্টকে 'অপহরণ' করেছে।

নন্দীগ্রামে প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে বিস্ফোরক অভিযোগ তমলুক লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। এরই সঙ্গে তাঁর আরও দাবি, ভোটে তৃণমূলকে ঠেকাতে বিজেপি তাঁদের দুই বুথ এজেন্টকে 'অপহরণ' করেছে। আজ ভোটগ্রহণ শুরু হতেই নিজের ভোটকেন্দ্র পরিদর্শনে বেড়িয়ে পড়েন দেবাংশু। তার আগে তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দেন দেবাংশু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। (আরও পড়ুন: ষষ্ঠীতে বাংলায় নির্বাচন ৮ আসনে, একুশের নিরিখে আসন ধরে ধরে কোথায় এগিয়ে BJP, TMC?)

আরও পড়ুন: WB Lok Sabha Vote LIVE: ভোটে অশান্তির শঙ্কা, সকাল সকাল বিক্ষোভের মুখে অভিজিৎ

আজ সকালে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে। আমাদের দু'জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না। নন্দীগ্রামে একটি বুথে প্রিসাইডিং অফিসার উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। এনিয়ে সাধারণ অবর্জাভারকে হোয়াটসঅ্যাপ করেছি। আমরা বিশ্বাস করি, টুকলি করে পাস করা যায়। কিন্তু ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছেন।’

আরও পড়ুন: 'অভব্য ভাষায় কথা বলেন DIG', কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিস্ফোরক বিজেপির হিরণ

এদিকে অভিযোগ, ভোটারদের বুথে যেতে আটকাতে নন্দীগ্রামে সেতু ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে। অন্যদিকে নন্দীগ্রাম ২ নং ব্লকের বিরুলিয়া ১৩৪ নং বুথের অঞ্চল সভাপতি অরুনাভ জানাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন: আজই জন্ম নেবে ‘ঘূর্ণিঝড় রেমাল’, জারি অত্যধিক ভারী বৃষ্টির লাল সতর্কতা

উল্লেখ্য, তমুলক লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে এবারে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ছাড়াও লড়ছেন সিপিআই(এমে)'র সায়ন বন্দ্যোপাধ্যায়। এখানে লড়াইটা 'অধিকারী পরিবার' বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলেরও। এই তমলুকের অধীনে থাকা নন্দীগ্রামেই ২০২১ সালে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এই তমলুক আসনটি অধিকারী পরিবারের দখলে রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরেই।

আরও পড়ুন: ইভিএমে 'বিজেপির ট্যাগ', ষষ্ঠ দফার ভোটের সময় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের

এদিকে তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে আছে তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রগুলি। ২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূল জিতলেও শুভেন্দু অধিকারীর দলবদলের পর থেকে সাংসদ দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের যোগ ছিন্ন হয়ে গিয়েছিল। এই আবহে ২০২১ সালের বিধানসভা ভোটে ময়না, হলদিয়া এবং নন্দীগ্রাম আসনে জয়ী হয়েছিল বিজেপি। বাকি চারটি বিধনসভা কেন্দ্র অবশ্য তৃণমূল নিজেদের দখলে রেখেছিল।

ভোটযুদ্ধ খবর

Latest News

পরস্পর বিবাহিত না হলেও লিভ-ইন পার্টনারদের নিরাপত্তার অধিকার রয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটিতে ফাটল, ভেঙে যেতে পারে!’ গুজব ছড়ানোয় মামলা দায়ের পুলিশের ছোটবেলায় বাবার ২য় বিয়ে! বাড়ন্ত বয়সে ধর্মেন্দর সঙ্গে কেমন সম্পর্ক, জবাব ববির আরজি কর নিয়ে মা শতরূপা ‘সরকার-বিপক্ষে’! কেন নবান্নে ঋতাভরী, নিজেই জানালেন কারণ সিমলায় উত্তেজনা! মসজিদের অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে বিক্ষোভ, পুলিশি লাঠিচার্জ প্রশাসনিক সভায় কেন্দ্র বিরোধী মন্তব্য, দিল্লিকে কড়া চিঠি লিখলেন BJP সাংসদ একটা ছবি তুলে রাজনীতি করল- পিটি ঊষার বিরুদ্ধে ভিনেশ ফোগাটের বড় অভিযোগ এবার অন্তর্বাস তৈরির ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিচ্ছে রিলায়েন্স! ক্যানসার আক্রান্ত হওয়ার কথায় কেঁদে ফেলেন প্রতিযোগী, অমিতাভ বলেন,‘আমিও বহুবার…' রাহুলের শিখ মন্তব্যে ‘হাতিয়ার’ পেল খলিস্তানি জঙ্গিরা! চাপে ফেলার চেষ্টা ভারতকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.