২০২৪ সালের নির্বাচনে জিততে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী মন্তব্য করছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, 'যেদিন আমি হিন্দু-মুসলিম করব, সেদিন আমি জনপ্রতিনিধি হিসেবে অযোগ্য হয়ে যাব। এবং এটি আমার সংকল্প যে আমি হিন্দু-মুসলিম করব না।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসী থেকে টানা তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা করেন। সেদিন সংবাদ চ্যানেল সিএনএন-নিউজ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মোদী। মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে সেই সাক্ষাৎকারের ক্লিপগুলি পোস্ট করেছিলেন মোদী। (আরও পড়ুন: ভোটের মাঝে ভাতা নিয়ে চুপিসারে জারি বিধি, সরকারি কর্মীদের বেতনে পড়বে প্রভাব!)
আরও পড়ুন: আদালতে জোর ধাক্কা খেল রাজ্য, সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা
সাক্ষাৎকারে মোদী বলেন, 'আমি বিশ্বাস করি আমার দেশের মানুষ আমাকে ভোট দেবেন। যেদিন আমি রাজনীতিতে হিন্দু-মুসলিম নিয়ে কথা বলা শুরু করব, সেদিনই আমি জনপ্রতিনিধি হিসেবে থাকার যোগ্যতা ও ক্ষমতা হারাব। আমি হিন্দু-মুসলিম করব না। এটাই আমার সংকল্প।' এদিকে এর আগে একাধিক নির্বাচনী ভাষণে মোদীর গলায় 'অনুপ্রবেশকারী' এবং 'যাদের বেশি সন্তান রয়েছে'র মতো কথা শোনা গিয়েছিল। তাঁর এই সব মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মোদী বলেন, 'আমি শুধুমাত্র মুসলিমদের সম্পর্কে কথা বলেননি। প্রতিটি দরিদ্র পরিবারের বিষয়ে কথা বলেছি। আমি হতবাক। এমন কেন হয় যে, যখনই কেউ 'বেশি সন্তান আছে' এমন লোকের কথা বলে, তখন অনুমান করা হয় যে তারা মুসলমান? মুসলমানদের প্রতি এত অবিচার কেন? দরিদ্র পরিবারগুলোতেও এই অবস্থা। যেখানে দারিদ্র্য আছে, সেখানে সামাজিক বৃত্ত নির্বিশেষে সন্তান সংখ্যা বেশি। আমি হিন্দু বা মুসলমান কারও কথাই বলিনি। আমি বলেছি, আপনি যতগুলি বাচ্চার যত্ন নিতে পারবেন, ততগুলি সন্তান নেওয়া উচিত। এমন পরিস্থিতি তৈরি হতে দেবেন না, যেখানে সরকারকে আপনাদের সন্তানদের খেয়াল রাখতে হবে।' (আরও পড়ুন: শীর্ষে থেকেও 'হেরে গেল' বাংলা, কমিশনের ভোট পরিসংখ্যানে উঠল এল কোন তথ্য)
আরও পড়ুন: BJP-কে নিয়ে মমতার দাবি 'ওড়ালেন' প্রশান্ত কিশোর, অঙ্ক কষে ভাঙলেন তৃণমূলের আশা
আরও পড়ুন: 'দিল্লি দখলের লড়াইয়ে' BJP-র থেকে ৩৯৯'তে পিছিয়ে কংগ্রেস,সামনে কমিশনের পরিসংখ্যান
উল্লেখ্য, কংগ্রেসসহ বিরোধীরা অভিযোগ করেছে, হিন্দু ভোটারদের খুশি করতে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করছে মোদি ও ভারতীয় জনতা পার্টি। এর আগে গত ২১ এপ্রিল রাজস্থানের বাঁশওয়ারায় কংগ্রেসের ইস্তেহারের সমালোচনা করে মোদী বলেন, 'এর আগে কংগ্রেস ক্ষমতায় থাকাকালে বলেছিল, দেশের সম্পদের ওপরে মুসলমানদের প্রথম অধিকার রয়েছে। তার মানে, তারা যে এই সম্পদ পুনর্বণ্টনের কথা বলছ, তা কাদের কাছে বিতরণ করা হবে? যাদের বেশি সন্তান আছে, যারা অনুপ্রবেশকারী... তাদেরই এই সম্পদ দেবে কংগ্রেস। আপনাদের কষ্টার্জিত অর্থ কি অনুপ্রবেশকারীদের দেওয়া উচিত? আপনি কি এর সাথে একমত?।' এরপরও একাধিকবার মোদী ‘উস্কানিমূলক’ ভাষণ দিয়েছেন বলে অভিযোগ করেন বিরোধীরা। তবে মোদীর দাবি, তিনি তাঁর ভাষণের মাধ্যমে দুই সম্প্রদায়ের মধ্যে কোনও বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেননি।