নির্বাচনী জনসভায় ফের একবার পাকিস্তানকে 'হাতিয়ার' করে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ইন্ডিয়া ব্লকের অন্যতম নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা পাকিস্তানকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি ভারত-পাকিস্তান আলোচনার পক্ষে সওয়াল করে মন্তব্য করেছিলেন, 'পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা তো আর চুড়ি পরে বসে নেই'। এই আবহে এবার পালটা তোপ দেগে নির্বাচনী জনসভা থেকে মোদী মন্তব্য করলেন, 'পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব'। পাশাপাশি বিরোধী জোটের নেতাদের 'কাপুরুষ' বলে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। (আরও পড়ুন: ডিএ নয়, বাড়বে বেতন? মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা, অপেক্ষা ১২ জুনের)
আরও পড়ুন: পুজোর আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে অবশেষে আসতে পারে বড় খবর
মোদী বলেন, 'পাকিস্তানের পারমাণবিক শক্তিকে ভয় পায় বিরোধী নেতারা। ইন্ডিয়া ব্লকের নেতারা কাপুরুষ। তাঁরা পাকিস্তানের পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন দেখেন।' প্রসঙ্গত, সম্প্রতি এক জনসভা থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে। সেই পরিপ্রেক্ষিতেই ফারুক আবদুল্লা পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার করতে। আর এবার ফারুকের সেই মন্তব্যকে হাতিয়ার করেই পালটা আক্রমণে নেমেছেন মোদী।
মোদী বিহারের মুজফফরপুরের এক জনসভা থেকে সোমবার বলেন, 'পাকিস্তান যদি চুড়ি না পরে থাকে, তাহলে আমরা তাদের চুড়ি পরিয়ে দেব। আমি জানতাম, তাদের কাছে খাবার নেই। তবে আমি এবার জানতে পেরেছি যে তাদের কাছে পর্যাপ্ত সংখ্যায় চুড়িও নেই। আর এই বিরোধী নেতারা কাপুরুষ। তারা পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে ক্লিনচিট দিয়েছিল। তারা সার্জিকাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। আর তাদের বামপন্থী বন্ধুরা তো চায় যাতে আমরা আমাদের পরমাণু অস্ত্র ত্যাগ করি।'
এর আগে গত শনিবার ওড়িশায় ভোট প্রচারে গিয়েও পাকিস্তানের বেহাল দশা নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সঙ্গে পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে কংগ্রেস ভারতীয়দের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। সেদিন তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের অবস্থা এখন এতই খারাপ যে তারা তাদের হাতে থাকা পারমণাবিক বোমার রক্ষণাবেক্ষণও করতে পারছে না। আর তাই তারা নাকি পরমাণু বোমা অন্য দেশকে বিক্রির চেষ্টা করে চলেছে।
কংগ্রেসকে তোপ দেগে মোদী বলেছিলেন, 'পাকিস্তানে এখন এমন অবস্থা যে তারা তাদের বোমার রক্ষণাবেক্ষণ করতে পারছে না। তাই তারা তাদের বোমা বিক্রি করতে নেমে পড়েছে। তারা পরমাণু বোমা বিক্রির জন্য খদ্দের খুঁজছে। তবে তারা বিক্রি করতে পারছে না। আর কংগ্রেসের এই দুর্বল মনোভাবের জন্যেই জম্মু ও কাশ্মীরের মানুষজন বিগত ৬০ বছর ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। তারা কষ্ট পেয়েছে। এর আগেও একাধিকবার ভারতে সন্ত্রাবাসী হামলা হয়েছে। সেই সব হমলার জবাব না দিয়ে কংগ্রেস সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে আলোচনা টেবিলে বসত। কংগ্রেস তাদের ভোটব্যাঙ্ককে রাগিয়ে তোলার বিষয়ে বেশি উদ্বিগ্ন ছিল।'