বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আজ ভাটপাড়া থেকে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জনসভায় ভাষণ দেন মোদী। আর সেখানেই একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন প্রধানমন্ত্রী। তোষণের রাজনীতি থেকে শুরু কর সিএএ-র ইস্যু উঠে আসে তাঁর ভাষণে। সন্দেশখালি নিয়েও আজ ফের তোপ দাগেন মোদী। পাশাপাশি বাংলার এই তৃণমূল সরকারকে দুর্নীতিবাজ বলে আক্রমণ শানান মোদী। (আরও পড়ুন: 'কেউ CAA বাতিল করতে পারবে না...', অর্জুন গড় থেকে বাংলাকে ৫ গ্যারান্টি মোদীর)
আরও পড়ুন: উড়েছে ভারতীয় পতাকা, গণপিটুনিতে মৃত্যু পুলিশের, কেন খেপেছে PoK-র বাসিন্দারা
আরও পড়ুন: এবার হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো? সামনে এল বড় 'পরিকল্পনা'
আজ দুর্নীতি ইস্যুকে মোদী ভাটপাড়ার জনসভা থেকে বলেন, 'আপনাদের আজ বলি, কয়েক বছর আগে বাংলার তৃণমূল সকারকে নিয়ে সিএজি একটি রিপোর্ট প্রকাশ করেছিল। ওই রিপোর্টে বলা হয়, তৃণমূল সরকার ২ লক্ষ ৩০ হাজার কোটির কোনও হিসেবই দেয়নি। এই পয়সা কিসে-কোথায় খরচ হয়েছে তার কোনও হিসাব নেই। এটা তো দুর্নীতি। এই দল কতবড় দুর্নীতিবাজ তার সবথেকে বড় নিদর্শন তো শিক্ষক নিয়োগ দুর্নীতি। কীভাবে শিক্ষকদের নিয়োগের জন্য রেড কার্ড বানিয়েছিল রাজ্য সরকার। বাজারে বিক্রি হয়েছিল এই সরকারি চাকরি। রাজ্যে টাকা নিয়ে পদ বিক্রি করা হয়েছিল। চাকরিপ্রার্থীদের ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল। রাজ্যের এই তো হাল বানিয়ে রেখেছে তৃণমূল। মোদী বাংলায় হওয়া এই লুঠের পাই-পাই হিসেব বুঝে নেবে। নেতাদের ঘর থেকে যে নোটের পাহাড় উদ্ধার হয়েছে... যারা দুর্নীতি করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। মোদী যতদিন থাকবে কোনও দুর্নীতি থাকবে না।' (আরও পড়ুন: 'সন্দেশখালি হোক কি কর্ণাটক…', যৌন হেনস্থা নিয়ে চরম বিতর্কের মাঝে মুখ খুললেন মোদী)
আরও পড়ুন: সিঙ্গুরনামা: ন্যানো বন্ধ হলেও সানন্দে আছে কোকাকোলা-মাইক্রন; সিঙ্গুরে শুধুই হতাশা
ওদিকে মোদী বাংলায় আসার সঙ্গে সঙ্গে সন্দেশখালি নিয়ে দ্বিতীয় স্টিং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে বিজেপি অস্বস্তিতে পড়েছে। তবে মোদীর গলাতে তাও সন্দেশখালি নিয়ে আক্রমণ শোনা গেল। আজ নরেন্দ্র মোদী অভিযোগ করেন, ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য তৃণমূল চাইছে শাহজাহান ক্লিনচিট পেয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, 'সন্দেশখালিতে যে কী হচ্ছে পুরো দেশ দেশথে। এখানকার অভিযুক্তদের প্রথমে তৃণমূল বাঁচানোর চেষ্টা করল। এখন ওরা নতুন খেলা খেলছে সেখানে। ওখানকার গুন্ডারা মহিলাদের ভয় দেখাচ্ছে। কারণ সেখানে অভিযুক্তর নাম শেখ শাহজাহান। ওর ঘর থেকে বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে। কিন্তু ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য তৃণমূল চাইছে ও যাতে ক্লিনচিট পেয়ে যায়।