কাউন্টিং এজেন্টদের নিয়ে নয়া নিয়ম করেথে নির্বাচন কমিশন এমনটাই দাবি করেছিল কংগ্রেসষ। এনিয়ে এবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, নয়া নিয়মে বলা হয়েছে, সহকারি রিটার্নিং অফিসারদের টেবিলের কাছে প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের যেতে দেওয়া হবে না গণনা চলাকালীন। এনিয়েই আপত্তি কংগ্রেসের। তবে কমিশন গোটা বিষয়টি পরিস্কার করে দিয়েছে।
কংগ্রেস নেতা অজয় মাকেন ভোট গণনা প্রক্রিয়া চলাকালীন প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের সহকারী রিটার্নিং অফিসার (এআরও) টেবিলে অনুমতি না দেওয়ার নতুন নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে মাকেন বলেছেন, 'এআরও টেবিলে প্রার্থীর কাউন্টিং এজেন্টদের প্রথমবার অনুমতি দেওয়া হচ্ছে না!! আমি অতীতে ৯টি লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং এটা প্রথমবার ঘটছে। যদি সত্যি হয়, তাহলে এটা ইভিএমে কারচুপির চেয়েও বড়! আমি এই সমস্যাটি সমস্ত প্রার্থীদের সতর্ক করছি! আশা করছি @ECISVEEP শিগগিরই তা সংশোধন করবেন। লিখেছেন কংগ্রেস নেতা।
শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর মাকেন এই মন্তব্য করেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে সপ্তম দফায় ভোট পড়েছে ৬২.৩৬ শতাংশ।
দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক মাকেনের মন্তব্যের জবাবে বলেন, 'এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের রিটার্নিং অফিসার / এআরও-র টেবিলে অনুমতি দেওয়া হয়েছে।
সাত দফার লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে ৪ জুন। ১৯, ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হয়।
সপ্তম দফার ভোটের পর অনুষ্ঠিত বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিপুল জয়ের পূর্বাভাস দিয়েছে। দুটি এক্সিট পোল পূর্বাভাস দিয়েছিল যে বিজেপিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেতা ৩০৩ টি আসন থেকে তার সংখ্যা বাড়িয়ে তুলবে।
এক্সিট পোল খারিজ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-এ লেখেন, '৪ জুন যাঁর প্রস্থান নিশ্চিত, তাঁর এক্সিট পোল সাজানো হয়েছে। ইন্ডিয়া জোট অবশ্যই ন্যূনতম ২৯৫টি আসন পাবে, যা একটি স্পষ্ট এবং নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা।
তিনি বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী এর মধ্যে তিন দিন চুপচাপ থাকতে পারেন। এই সমস্ত মনস্তাত্ত্বিক গেমগুলি তিনি মাস্টারমাইন্ড করছেন তবে আসল ফলাফলগুলি খুব আলাদা হবে, সংযোজন করেছেন জয়রাম রমেশ।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছে, অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়া ব্লকও ভোটে জিতে ক্ষমতায় আসতে চাইছে। সেক্ষেত্রে শেষ হাসি কে হাসবে সেটাই দেখার।