বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Narendra Modi: পরের ১০০ দিন কী করবেন? লোকসভা ভোটের আগে দলের নেতা কর্মীদের ডিউটি ঠিক করে দিলেন মোদী

Narendra Modi: পরের ১০০ দিন কী করবেন? লোকসভা ভোটের আগে দলের নেতা কর্মীদের ডিউটি ঠিক করে দিলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  (PTI)

পরের ১০০ দিন খুব গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে কী করবেন সেটা ঠিক করে দিলেন মোদী। 

২০২৪ পড়ে গিয়েছে। ভোটের বছর। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের কাছেই এবার অগ্নিপরীক্ষা। সেই নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতা কর্মীদের জানিয়েছেন, আগামী ১০০ দিনের মধ্য়ে সমস্ত মানুষের বিশ্বাস অর্জন করুন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ এবারের ভোটে অন্তত ৪০০ আসন নিশ্চিত করতেই হবে। 

নিউ দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির মিটিং হয়েছিল।  সেখানেই নরেন্দ্র মোদী আগামী লোকসভা ভোটের রণকৌশল নিয়ে মোদী নেতা কর্মীদের পরামর্শ দেন। তিনি বলেন, আগামী ১০০ দিনে প্রতিটি নতুন ভোটারের কাছে আমাদের যেতে হবে। প্রত্যেক উপভোক্তার কাছে যেতে হবে। প্রতিটি সম্প্রদায়ের কাছে যেতে হবে। সকলের বিশ্বাস আমাদের অর্জন করতেই হবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এনডিএ-কে ৪০০ আসনের জায়গায় নিয়ে যেতেই হবে। বিজেপিকে ৩৭০ আসন পেরিয়ে ৪০০তে যেতে হবে। 

তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুধু ক্ষমতা ভোগ করার জন্য তৃতীয়বার যেতে চাই না। কিন্তু দেশের জন্য কাজ করতে চাই।  তিনি বলেন, যদি আমাকে আমার ঘরের কথা ভাবতে হয় তবে কোটি কোটি মানুষের জন্য ঘর তৈরির বিষয়টি করা যাবে না। তিনি বলেন, ১০ বছর ধরে সরকার চালানো আর ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনা এটা কম বড় ব্যাপার নয়। 

মোদী বলেন, একবার একজন সিনিয়র লিডার আমায় বলেছিলেন, আমি পিএম আর সিএম হিসাবে অনেক কিছু করেছি।  এবার আমার বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু আমি রাষ্ট্রনীতির জন্য কাজ করি। রাজনীতির জন্য নয়। 

এদিকে আগামী লোকসভা ভোটকে আবার মহাভারতের সঙ্গে তুলনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার লড়ছে। আর ইন্ডিয়া জোট লড়ছে কংগ্রেসের নেতৃত্বে যে কংগ্রেস পুরোপুরি পরিবার পরিচালিত। যে কংগ্রেস পুরো দুর্নীতিতে ডুবে থাকে।

এদিকে লোকসভা ভোটকে কেন্দ্র করে একের পর এক রাজনৈতিক দল তাদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। এদিকে বিরোধীদের নিয়ে তৈরি করা ইন্ডিয়া জোটের কার্যত দফারফা অবস্থা। একাধিক রাজনৈতিক দল ইতিমধ্য়েই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে চলে গিয়েছে। অন্যদিকে বিজেপি এবার একেবারে ৪০০ আসন জেতার টার্গেট ঠিক করে দিয়েছে। তবে শেষ পর্যন্ত এনডিএ জোট ঠিক কতগুলি আসনকে নিজেদের দিকে আনতে পারে সেটাই দেখার। 

ভোটযুদ্ধ খবর

Latest News

চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন ‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের ডাক্তারদের আন্দোলনে '২৩ জনের মৃত্যু', বলল রাজ্য, কাজে ফেরার নির্দেশ SC-র ফের অক্ষয়-প্রিয়দর্শন জুটি, ফিরছেন হরর কমেডি নিয়ে! কুণালকে সরাসরি চড় মারার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অভিনেত্রী, জবাব দিলেন নেতা ২০৩০ যুব অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিড করবে ভারত! জানালেন মনসুখ মাণ্ডভিয়া… এটা রাজনীতির মঞ্চ নয়!প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপের পদকের রঙ বদলানোয় বললেন কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.