২০২৪-এর লোকসভায় বিভিন্ন কেন্দ্রে নোটায় চমকে দেওয়ার মতো ভোট পড়েছে। ইন্দোর থেকে শুরু করে নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসীতেও প্রচুর নোটা ভোট পড়েছে। বাদ যায়নি মুম্বইও। এখানে ৬ টি আসনের মধ্যে চারটিতে ভোটের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে নোটা। অন্য দুটিতে প্রকাশ আম্বেদকরের নেতৃত্বাধীন বঞ্চিত বহুজন আঘাড়ি (ভিবিএ) নোটার চেয়ে বেশি ভোট পেতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: শাসক–বিরোধী সকলকেই প্রত্যাখ্যান করল বিপুল ভোটার, বাংলায় নোটায় ভোট ৫ লক্ষের বেশি
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুম্বইয়ের ৪টি কেন্দ্রে নোটা তৃতীয় স্থানে রয়েছে। শতাংশের নিরিখে তাতে ভোট পড়েছে ২ শতাংশের কিছু কম। যার কারণে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বইয়ের প্রতিটি আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে এবং তৃতীয় স্থানে থাকা প্রতিদ্বন্দ্বীদের থেকেও খুব বেশি ব্যবধান দেখা যায়নি। যেখানে ২০১৯ সালের নির্বাচনে বঞ্চিত বহুজন আঘাড়ি ৬ টি নির্বাচনী আসনেই ২ থেকে ৮ শতাংশ ভোট পেয়েছিল সেখানে এবার নোটা এই দলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য থেকে স্পষ্ট, ৬টি আসনে প্রথম দুই প্রতিদ্বন্দ্বী ৯৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন এবং বাকি ৫ শতাংশ ভোট ভাগ হয়ে গিয়েছে বঞ্চিত বহুজন আঘাড়ি, নির্দল এবং নোটা সহ ছোট দলগুলির মধ্যে।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, মুম্বইয়ের ৬ টি কেন্দ্রে নোটায় ভোট পড়েছে মোট ৭৫,২৬২ টি। যার মধ্যে সর্বাধিক হল মুম্বই উত্তর পশ্চিম আসনে। এখানে ১৫,১৬১ টি ভোট পড়েছে নোটায়।
উল্লেখ্য, মুম্বই উত্তর পশ্চিম আসনে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) প্রার্থী রবীন্দ্র ওয়াইকার শিবসেনা (ইউবিটি) প্রার্থী অমল কীর্তিকারকে হারিয়ে জয়ী হয়েছেন। আর এখানে জয়ের ব্যবধান ছিল মাত্র ৪৮ টি ভোট। এদিন ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। একেবারে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। একটা সময় ছিল যখন শুধুমাত্র একটি ভোটে এগিয়ে ছিলেন অমল কীর্তিকর। ২৬ রাউন্ড গণনা শেষে প্রথমে অমলকে জয়ী ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রেও ব্যবধান খুব বেশি ছিল না।
অমল কীর্তিকর মাত্র ৬৮১ টি ভোটে জিতেছিলেন। কিন্তু, জয়ের ব্যবধান কম থাকায় পুনর্গণনার দাবি জানান ওয়াইকার। পুনর্গণনায় দেখা যায় রবীন্দ্র ওয়াইকর ৭৫টি ভোটে এগিয়ে ছিলেন। এরপর অমল কীর্তিকর আপত্তি তোলেন। তবে পুনর্গণনা এবং অবৈধ পোস্টাল ব্যালট যাচাইয়ের পরে রবীন্দ্র ৪৮ ভোটে অমল কীর্তিকারকে পরাজিত করেন। সবমিলিয়ে অমল কীর্তিকর পেয়েছেন ৪,৫২,৫৯৬ ভোট। অন্যদিকে, রবীন্দ্র পেয়েছেন ৪,৫২,৬৪৪ টি ভোট।
শুধু এই আসনটিতে নয় মুম্বইয়ের আরও ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। সেগুলিতে জয়ের ব্যবধান ৩০,০০০ ভোটেরও কম ছিল। ফলাফলের পরে নোটা ভোট নিয়েও আলোচনা হয়। শতাংশের পরিপ্রেক্ষিতে মুম্বই দক্ষিণ এবং দক্ষিণ মধ্য মুম্বইয়ে সবচেয়ে নোটা ভোট পড়েছিল।