ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে কয়লাপাচারকাণ্ডে সিবিআই তলব নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ভাঙড়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভাইপোর বাড়িতে থাকুক বা পিসির বাড়িতে, কেষ্ট মণ্ডলের মতো চুলের মুঠি ধরে তুলে নিয়ে গিয়ে গারদে পোরা উচিত সওকত মোল্লাকে।
আরও পড়ুন - ভোট জিহাদ এগিয়ে নিয়ে যেতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী
পড়তে থাকুন - ভোট জিহাদিদের সাহায্য করতে OBC যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মোদী
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এখানকার সবথেকে বড় তোলাবাজ, মাফিয়া, তোলাবাজ, খুনি সওকত মোল্লাকে সিবিআই আবার নিমন্ত্রণপত্র পাঠিয়েছে। তিনি জানিয়েছেন, তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব, আপনারা যাকে বারে বারে ডাকেন সে বার বার বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন ও দক্ষিণ উত্তর ২৪ পরগনার ভাটাতে সওকত মোল্লা সাপ্লাই করেছিল এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও ভাইপোর বাড়িতে থাকুক বা পিসির বাড়িতে, কেষ্ট মণ্ডলের মতো চুলের মুঠি ধরে তুলে নিয়ে গিয়ে গারদে পোরা। যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে। ভাঙড়সহ এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ও সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে।’
আরও পড়ুন - যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খেয়েছে তাকে ফেরত দেব, গ্যারান্টি দিলেন মোদী
কয়লাপাচার কাণ্ডে বুধবার নিজাম প্যালেসে সওকত মোল্লাকে তলব করে সিবিআই। তবে ভোটপ্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে এদিনের হাজিরা এড়িয়েছেন সওকত। তৃণমূলের দাবি, শেষ দফার ভোট প্রচারের শেষ লগ্নে তাদের নেতাদের বিব্রত করতে চাইছে বিজেপি। তাই কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তাদের তলব করছে তারা।