শুভেচ্ছা জানিয়ে যাদবপুরের বিজেপি প্রার্থীকে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। সেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, 'শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে আপনার কাজ সকলে মনে রাখবে। আপনার লেখা বই অনেক মানুষকে সমৃদ্ধ করেছে। যাদবপুরের মানুষ আপনার প্রতি তাঁদের ভালবাসা এবং আশীর্বাদ বর্ষণ করবে, আমাদের গণতন্ত্রের মন্দিরে তাঁদের প্রতিনিধি হিসাবে আপনাকে বেছে নেবে। জনগণের আশীর্বাদে আপনি সংসদে পৌঁছাবেন বলে আমি বিশ্বাসী। একটি দল হিসাবে আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে এক নতুন ভারতকে পৃথিবীর সামনে তুলে ধরা।'
আরও পড়ুন। মোদীর মিছিলের দিন থেকেই কলকাতার একাংশে ১৪৪ ধারা, ‘ভয় পেয়েছেন মমতা,’ দাবি সুকান্তর
তিনি আরও লিখেছেন, 'এখন পর্যন্ত নির্বাচনে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাতে পরিষ্কার, ভারতের জনগণ আমাদের উন্নয়ন-ভিত্তিক দৃষ্টিভঙ্গি সমর্থন করছেন তাঁরা নিজেরাই আমাদের সমর্থন করতে নেতৃত্বে দিচ্ছেন।'
চিঠিতে তিনি নিশানা করেছেন ইন্ডি জোটকে। তিনি লিখেছেন,'জোটকে সমাজের প্রতিটি স্তর প্রত্যাখ্যান করেছে। দরিদ্র, কৃষক, মহিলা এবং এসসি, এসটি, ওবিসি সম্প্রদায় সকলের কাছে প্রত্যাখ্যান পেয়েছে ইন্ডি জোট।' তিনি লিখেছেন, 'কংগ্রেসের তৈরি করা নানা সমস্যা গত ১০ বছর ধরে আমরা সাফ করেছি। এখন, আমরা উন্নত জাতি গঠনের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিতে প্রস্তুত, যেখানে প্রতিটি নাগরিকের আকাঙ্ক্ষা পূরণ হবে। সুতরাং, এটি কোনও সাধারণ নির্বাচন নয়, এটি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন। খালি পায়ে তপ্ত রাজপথে নেমে এলেন সাধুরা, মমতার মন্তব্যের প্রতিবাদে মিছিল কলকাতায়
চিঠিতে তিনি ভোটারদের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, ‘গরমের তাপের মধ্যে যাতে সমস্যায় না পড়তে হয়, তার জন্য ভোটারদের কাছে আবেদন করছি, তাঁরা যেন সকাল সকাল ভোট দেন।’
২৮ মে কলকাতা উত্তরে রোড-শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে শুভেচ্ছা বার্তা সহ চিঠি পেলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।