PM Modi's speech at Arambagh Highlights: সন্দেশখালি আর দুর্নীতি - লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচারের সুরটা মার্চের পয়লা দিনেই বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্দেশখালির ঘটনায় তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করেন তিনি। সেই প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের কথাও বলেন। সেইসঙ্গে ‘গ্যারান্টি’ দিয়ে মোদী বলেন যে ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। আর কী বললেন তিনি, তা দেখে নিন।
বাংলার ৪২টি আসনেই BJP, শুরুতেই মমতাকে চ্যালেঞ্জ মোদীর
নরেন্দ্র মোদী: আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি আসনে পদ্মফুল ফোটাতে হবে। তৃণমূলের একটি নিশ্চিত ভোটব্যাঙ্ক আছে। তৃণমূল অহংকার আছে যে সেই ভোটব্যাঙ্ক হাতছাড়া হবে না। সেই এবারও মুসলিম ভাইবোনেরা তৃণমূলের গুণ্ডারাজকে উপড়ে ফেলবে। এই লোকসভা নির্বাচনের ফলে তৃণমূল সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে যাবে।
PM Modi in Arambagh LIVE: 'ওদের দানাপানি বন্ধ করে দেওয়া উচিত কিনা বলুন'
নরেন্দ্র মোদী: যাঁরা আপনাদের বাড়িতে জল পৌঁছাতে দেয় না, তাঁদের দানাপানি বন্ধ করে দেওয়া উচিত কিনা বলুন। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। কিন্তু এখানের সরকার সেটা ব্যবহার করে না।
PM Modi in Arambagh LIVE: ‘দুর্নীতিবাজদের বাঁচাতে ধরনায় বসে যান মমতা বন্দ্যোপাধ্যায়’
নরেন্দ্র মোদী: অপরাধ, দুর্নীতির নয়া মডেল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্য সরকার দুর্নীতি, অপরাধ বাড়তে সাহায্য করে থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে। পুরসভা নিয়োগে দুর্নীতি হয়েছে। নেতাদের বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে যে কেউ জীবনে ওরকম দৃশ্য দেখেননি। আর দুর্নীতিবাজদের বাঁচাতে ধরনায় বসে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
PM Modi in Arambagh LIVE: 'চুরি আটকাচ্ছি, তাই আমায় এক নম্বর শত্রু ভাবে TMC'
নরেন্দ্র মোদী: মোদী ওদের ইচ্ছামতো (দুর্নীতি, অপরাধ) কাজ করতে দিচ্ছে না। তাই মোদীকে এক নম্বর শত্রু বলে মনে করে তৃণমূল কংগ্রেস। আপনারাই বলুন, তৃণমূল যে দুর্নীতি করছে, সেটা করতে দেব? ওদের লুঠ করতে দেব? চোরেদের ধরতে কড়া পদক্ষেপ করব না? আজ মোদী গ্যারান্টি দিচ্ছে যে ওদের ছাড়বে না মোদী। ওদের গালিগালাজে পিছিয়ে যাবে না মোদী।
PM Modi in Arambagh LIVE: 'কয়েকটা লোকের ভোটের সন্দেশখালিতে এরকম হতে দিলেন দিদি?'
'দিদি, আপনি কয়েকজন লোকের ভোটের জন্য সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে যেতে দেখলেন?' আরামবাগের সভা থেকে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে বিরোধীরা চুপ করে আছেন কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধীদের ইন্ডিয়া জোটকে নিয়ে প্রশ্ন তোলেন।
PM Modi in Arambagh LIVE: ‘প্রতিটি চোটের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে’, সন্দেশখালি নিয়ে বললেন মোদী
নরেন্দ্র মোদী: এই তৃণমূলকে কি ক্ষমা করবেন? মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, সেটার প্রতিশোধ নেবেন কি? (তাতে শ্রোতারা না বলেন)। প্রতিটি চোটের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তৃণমূল নেতা প্রায় দু'মাস নিখোঁজ থাকলেন। সেটা কারও মদত ছাড়া কি হতে পারে?
PM Modi in Arambagh LIVE: 'সন্দেশখালির ঘটনায় রামমোহন রায়ের আত্মা কাঁদছে'
নরেন্দ্র মোদী: আজ বাংলার যা অবস্থা, সেটা পুরো দেশ দেখছে। মা-মাটি-মানুষের ঢাক পেটানো তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে পুরো দেশে আক্রোশে ফুটছে। আর আমি বলতে পারি যে রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুক না কেন, এই লোকেদের এই কাজ দেখে অত্যন্ত বেদনা পাবেন। সন্দেশখালিতে তৃণমূল যা করেছে, তাতে রামমোহন রায়ের আত্মা কাঁদবে।
PM Modi in Arambagh LIVE: রামমোহন রায়ের মাতৃশক্তি…শুরুতেই আক্রমণ মোদীর
নরেন্দ্র মোদী: ভাষণের শুরুতেই মাতৃশক্তির কথা বলব। কিছুটা দূরেই খানাকুলে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। যিনি নারীশক্তিকে তুলে ধরেছিলেন।
PM Modi in Arambagh LIVE: ‘বড়রা প্রণাম এবং ছোটরা আমার ভালোবাসা নেবেন’, বাংলায় বললেন মোদী
ভাষণের শুরুতেই নরেন্দ্র মোদী বললেন, 'তারকেশ্বর মহাদেব কি'। তা শুনে শ্রোতারা বলে উঠলেন, 'জয়।' সঙ্গে তিনি বাংলায় বললেন, ‘আমার আন্তরিক শুভেচ্ছা। বড়রা প্রণাম এবং ছোটরা আমার ভালোবাসা নেবেন।’
PM Modi in Arambagh LIVE: ‘ঝাঁটা ধরুন, অস্ত্র ধরুন’, মোদীর সামনে বললেন সুকান্ত
নরেন্দ্র মোদীর ভাষণের মূল বিষয় কী হবে, সেটার সুর বেঁধে দিলেন বঙ্গ বিজেপির সুকান্ত মজুমদার। তিনি বললেন, এমন একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় 'ভাই' শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। মহিলারা 'ঝাঁটা ধরুন, অস্ত্র ধরুন'। তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করুন।
PM Modi in Arambagh LIVE: বাংলা থেকে ৩৫টি আসন দিতে হবে বিজেপিকে, বললেন শুভেন্দু
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের গঠনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিজেপিকে ৩৫টি আসন দিতে হবে। তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে দিতে হবে।
PM Modi in Arambagh LIVE: মোদীর হাতে তুলে দেওয়া হল রামমোহন রায়ের ছবি
বিজেপির সভা থেকে নরেন্দ্র মোদীর হাতে রাজা রামমোহন রায়ের ছবি তুলে দেওয়া হল। তাঁকে পদ্মফুল দিয়ে বরণ করে নেওয়া হল। উঠল 'ভারত মাতা কি স্লোগান'। স্লোগান উঠল ‘জয় শ্রীরাম’।
PM Modi in Arambagh LIVE: আরামবাগে দাঁড়িয়ে মোদীর ফোকাসে শিবের তারকেশ্বরে
নরেন্দ্র মোদী: এবারের বাজেটে পশ্চিমবঙ্গকে ১৩,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। যা ২০১৪ সালের আগে যা ছিল, তার তিনগুণ। গত ১০ বছরে পশ্চিমবঙ্গে একাধিক রেলপ্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। যা বহু বছর ধরে থমকে ছিল। তারকেশ্বর রেলওয়ে স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় উন্নত করা হচ্ছে।
PM Modi in Arambagh LIVE: নাম না করে মমতা সরকারকে খোঁচা মোদীর?
নরেন্দ্র মোদী বলেন, ‘দেশের অন্যান্য প্রান্তে যে গতিতে রেলের উন্নয়ন হচ্ছে, সেই গতিতেই যাতে পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়, সেটাই নিশ্চিত করতে চাইছি আমরা।’ সংশ্লিষ্ট মহলের মতে, রাজ্যের বিরুদ্ধে যে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়দের খোঁচা দিলেন মোদী।
PM Modi in Arambagh LIVE: ‘তারকেশ্বর মহাদেব কি জয়’ বলে ভাষণ শুরু মোদীর
'তারকেশ্বর মহাদেব কি জয়'- সেই কথা দিয়েই আরামবাগে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নিজের ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Modi in Arambagh LIVE: মোদীর পাশে জায়গা হল না শুভেন্দুর, ঠাঁই পেলেন শান্তনু
আরামবাগে সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অপর পাশে বসে আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের পাশে আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শান্তনুর পাশে আছেন সুকান্ত মজুমদার এবং সৌমিত্র খাঁ।
PM Modi in WB LIVE: আজ আরামবাগে সভা করবেন মোদী, উঠে আসবে সন্দেশখালি প্রসঙ্গ?
এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। কিন্তু আজ থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ আজ আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার পাশাপাশি সেখানে সভা করবেন। আর সেই সভা থেকে সন্দেশখালির প্রসঙ্গ যে উঠে আসবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।
PM Modi in Arambagh LIVE: আরামবাগে নামল মোদীর হেলিকপ্টার
আরামবাগে বিজেপির সভাস্থলের পাশেই অবতরণ নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। তারইমধ্যে বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করলেন যে মোদীকে ৩৫টির বেশি আসন তুলে দেবেন তাঁপরা।
PM Modi in WB LIVE: ‘আয়ে হো তো বাতা কে যাও’, মোদীকে কটাক্ষ TMC-র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নয়া প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। ‘আয়ে হো তো বাতা কে যাও’ হ্যাশট্যাগ ব্যবহার করে মোদীকে আক্রমণ শানাতে শুরু করেছে রাজ্যের শাসক দল। ১০০ দিনের কাজের টাকা কেন দেওয়া হয়নি, ১৫ লাখ টাকা কেন দেওয়া হয়নি, তা নিয়ে ‘আয়ে হো তো বতা কে যাও’ হ্যাশট্যাগ ব্যবহার করছে।
PM Modi in WB LIVE: মোদীময় আরামবাগ
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই আরামবাগে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই আরামবাগ যেন মোদীময় হয়ে উঠেছে। মোদীকে দেখতে আসা এক বিজেপি সমর্থক জানান, প্রধানমন্ত্রীকে নিজের চোখে দেখতেই এসেছেন। কিন্তু যা ভিড় হবে বলে মনে হচ্ছে, তাতে সেই স্বপ্নপূরণ হবেন কিনা জানেন না।
PM Modi in WB LIVE: রাজভবনে মোদী ও মমতা বৈঠক?
শুক্রবার রাতটা রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ফাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে প্রধানমন্ত্রীর দফতর, রাজভবন বা নবান্নের তরফে কছু জানানো হয়নি।
PM Modi in WB LIVE: আরামবাগে মোদীর জন্য দুটি পৃথক মঞ্চ
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটি হল সরকারি অনুষ্ঠানের মঞ্চ। যেখান থেকে রাজ্যে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। অপর মঞ্চ থেকে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় ভাষণ দেবেন। সরকারি অনুষ্ঠানের মঞ্চে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে এসেছেন বেচারাম মান্না। রাজনৈতিক মঞ্চে এসে গিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদাররা।
PM Modi in WB LIVE: আরামবাগে মোদীর জন্য দুটি পৃথক মঞ্চ
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটি হল সরকারি অনুষ্ঠানের মঞ্চ। যেখান থেকে রাজ্যে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। অপর মঞ্চ থেকে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় ভাষণ দেবেন। সরকারি অনুষ্ঠানের মঞ্চে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে এসেছেন বেচারাম মান্না। রাজনৈতিক মঞ্চে এসে গিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদাররা।
PM Modi in WB LIVE: আজ আরামবাগে সভা করবেন মোদী, উঠে আসবেন সন্দেশখালি প্রসঙ্গ?
এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। কিন্তু আজ থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ আজ আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার পাশাপাশি সেখানে সভা করবেন। আর সেই সভা থেকে সন্দেশখালির প্রসঙ্গ যে উঠে আসবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।