শনিবার লোকসভা নির্বাচনের আগে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে প্রথমেই নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃতীয়বারের জন্য এবারও বারাণসী থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এই প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রধানমন্ত্রী তাঁর দল বিজেপি এবং দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। একইসঙ্গে বারাণসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: ‘ আপনি এসেছিলেন, আর আমি গায়েব হয়ে গিয়েছিলাম,’ নীতীশের কথায় মঞ্চে হাসি মোদীর
শনিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখার জন্য আমি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং দলের হয়ে নিঃস্বার্থভাবে কাজ করা কর্মীদের প্রণাম জানাই।’ এরপরে বারাণসীবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তৃতীয়বারের মতো কাশীর বোন ও ভাইদের সেবা করার জন্য প্রস্তুত।’ গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশীর উন্নয়নে কী কী পদক্ষেপ নিয়েছিলেন সে কথাও মনে করিয়ে দেন। তিনি লেখেন, ‘আমি ২০১৪ সালে জনগণের স্বপ্ন পূরণ করার জন্য কাশীতে গিয়েছিলাম। তখন আমার লক্ষ্য ছিল দরিদ্রতর এবং দরিদ্রদের আরও শক্তিশালী করা। গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার কাশীর উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন সেক্টরে উন্নয়নে মনোযোগ দেওয়া হয়েছে। আমি কাশীর জনগণকে তাদের আশীর্বাদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই।’
শনিবার প্রথম তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘আমাদের দল কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি আসনগুলিতে আগামী দিনে প্রার্থী ঘোষণা করা হবে। যারা আমাদের দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমি তাদের সকলকে অভিনন্দন জানাই এবং তাদের মঙ্গল কামনা করছি। আমরা জনগণের কাছে যাচ্ছি।’এবারের লোকসভা নির্বাচনেও বিজেপি বিপুলভাবে জয়ী হবে বলেই আশাবাদী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘আমি নিশ্চিত যে ভারতের ১৪০ কোটি জনগণ আবারও আমাদের আশীর্বাদ করবে। তাদের আকাঙ্খা পূরণ করতে এবং উন্নত ভারত তৈরিতে আমাদের আরও শক্তি দেবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) ম্যারাথন বৈঠকের পর বিজেপি শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ১৯৫ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে।