ষষ্ঠ দফার নির্বাচনের ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ছেলে ও মেয়ে। দিল্লিতে ছেলে রায়হান রাজীব ভাদ্রা ও মেয়ে মিরায়া ভোট দিয়েছেন। 'দেশের সংবিধান বাঁচাতে' এবং 'ইতিবাচক পরিবর্তন আনতে' সকলের ভোট দেওয়ার জন্য আহ্বান জানালেন সকলকে।
শনিবার দিল্লির সাতটি আসনে ভোট রয়েছে। সকালে রাজধানীর একটি বুথে তাঁদের ভোট দেওয়ার জন্য লাইন দিতে দেখা যায়। প্রিয়াঙ্কা মেয়ে মিরায়া প্রথম ভোটার। তাঁর নাম খুঁজে পেতে প্রথমদিকে কিছুটা সমস্যা হয়। পরে অবশ্য আধিকারিকরা নাম খুঁজে পান, তিনি নির্বিঘ্নে ভোট দেন।
প্রিয়াঙ্কা পুত্র রায়হান রাজীব ভাদ্রা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'আমি মনে করি একটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের সংবিধানকে রক্ষা করতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে ভোট দেওয়ার জন্য আমি সমস্ত যুবকদের আহ্বান জানাই।'
আর পড়ুন। বুথের ভিতরে রণংদেহি মেজাজে জুন মালিয়া, বিজেপির এজেন্ট–জওয়ানের বিরুদ্ধে অভিযোগ
মিরায়া ভোটারদের উদ্দেশে বলেন, ‘অলস ভাবে বসে থাকবেন না। পরিবর্তন আনুন।’
লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে আজ দিল্লির সাতটি আসন এবং বাংলার জঙ্গলমহল অঞ্চল সহ ছয়টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে। রাজধানী ছাড়াও, শনিবার উত্তর প্রদেশের ১৪টি আসনে, হরিয়ানার সব ১০টি আসন, বিহার ও পশ্চিমবঙ্গের আটটি আসন, ওড়িশার ছয়টি আসন, ঝাড়খণ্ডের চারটি আসন এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন। লাইভ আপডেট: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় সৌমেন্দু, BJP প্রার্থী দিলেন ধমক
একই সঙ্গে ওড়িশার ৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে আজ। ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮৯ জন প্রার্থী ভোটের ষষ্ঠ দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন। ইভিএমে 'বিজেপির ট্যাগ', ষষ্ঠ দফার ভোটের সময় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের