পরমাত্মা তাঁকে পাঠিয়েছেন বলে আগেই দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। এবার তা নিয়ে বিশেষ দাবি করলেন রাহুল গান্ধী বলা ভালো প্রধানমন্ত্রীকে এনিয়ে খোঁচা দিলেন রাহুল গান্ধী। এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় মোদীকে এনিয়ে নিশানা করেছিলেন। এবার রাহুল গান্ধীও তাঁর বক্তব্যে সেই প্রসঙ্গ তুললেন।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মঙ্গলবার বলেছেন, শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানিদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন তাঁর 'পরমাত্মা ঈশ্বর'। একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদীর তাঁর মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এইভাবে যে তিনি ‘ঈশ্বরের দ্বারা প্রেরিত’ ছিলেন।
উত্তরপ্রদেশের দেওরিয়ায় এক জনসভায় রাহুল গান্ধী বলেন, মোদীর ঈশ্বর তাঁকে কৃষক ও শ্রমিকদের সেবা করতে পাঠাননি।
বাকি সবাই জৈবিক, কিন্তু নরেন্দ্র মোদীজি জৈবিক নন। তাঁর 'পরমাত্মা' তাঁকে আম্বানি ও আদানিকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন, কিন্তু 'পরমাত্মা' তাঁকে কৃষক ও শ্রমিকদের সাহায্য করতে পাঠায়নি।
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী 'মোদী ওয়ালে পরমাত্মা' নিয়ে কথা বলছিলেন।
'পরমাত্মা' যদি তাঁদের পাঠাতেন তাহলে গরিব ও কৃষকদের সাহায্য করতেন। ইয়ে ক্যায়সে 'পরমাত্মা' হ্যায়? ইয়ে নরেন্দ্র মোদীজি ওয়ালে 'পরমাত্মা হ্যায়' (এ কেমন ভগবান? এই প্রধানমন্ত্রী মোদীর ঈশ্বর।
রাহুল গান্ধী সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অগ্নিপথ প্রকল্পটি ছিঁড়ে ফেলে দেবেন এবং এটিকে ডাস্টবিনে ফেলে দেবেন।
তিনি বলেন, ভারতীয় জোট সরকার সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ৫০ শতাংশের ঊর্ধ্বসীমা তুলে নেবে।
তিনি বলেন, ভারতীয় ব্লক সংবিধানকে রক্ষা করবে।
এক সাক্ষাৎকারে মোদী বলেছিলেন, ঈশ্বর তাকে 'যোগ্যতা, শক্তি, বিশুদ্ধ হৃদয় এবং অনুপ্রেরণা' দিয়ে পাঠিয়েছেন।
"আমার মা বেঁচে থাকার আগে পর্যন্ত আমি ভাবতাম আমি জৈবিকভাবে জন্মগ্রহণ করেছি। তার মৃত্যুর পর, যখন আমি আমার অভিজ্ঞতার দিকে তাকাই, তখন আমি নিশ্চিত হই যে আমি ঈশ্বরের দ্বারা প্রেরিত হয়েছি। এই শক্তি আমার শরীর থেকে নয়। এটা ঈশ্বর আমাকে দিয়েছেন। এজন্য ঈশ্বর আমাকে এটি করার ক্ষমতা, শক্তি, বিশুদ্ধ-হৃদয় এবং অনুপ্রেরণা দিয়েছেন। আমি ঈশ্বর প্রেরিত একটি যন্ত্র ছাড়া আর কিছুই নই।
এবার এই প্রসঙ্গ উল্লেখ করে মোদীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে একটি দলিত পরিবারের উপর অত্যাচারের কথা উল্লেখ করে রাহুল এক্স-এ লেখেন, নরেন্দ্র মোদী আইনের শাসন শেষ করেছেন।