‘বিজেপির হয়ে প্রচারে এসেছেন’, রেলের নিজস্ব এলাকা পরিদর্শনে এসে শুনতে হল দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রকে। ছুটির দিনে এসে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করছেন জিএম, এই অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। তাঁরা খড়্গপুরের ডিআরএম ডি চৌধুরীর গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান।
এই ঘটনায় জিএম অনিল মিশ্র বলেন,'রেলের কোয়ার্টার নিয়মিত পরিদর্শন করা আমাদের ডিউটি। কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় তা খতিয়ে দেখতে আমরা পরিদর্শন করি। এটা খুবই খারাপ হল। বাইরে থেকে লোক এসে আমাদের কাজে বাধা দিচ্ছে। এটা উচিত নয়।'
তিনি আরও বলেন,'রেলের কর্মীরা কোয়াটার্সে থাকেন। তাই প্রতিমাসে একবার করে এখানে আসা আমার কাজ। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।'
আরও পড়ুন। প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি, এক্স হ্যান্ডেলে গর্জে উঠলেন অভিষেক
তৃণমূলের কী যুক্তি?
কেন এই বিক্ষোভ? ঘাসফুল শিবির বলছে, রেল অশ্বিনী বৈষ্ণব সদ্য এলাকায় প্রকা করে গিয়েছেন। তার পরই সরকারি আধিকারিকরা কোয়াটার্সে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক দেবাশিস চৌধুরী বলেন,'রবিবার ওয়ার্কশপ বন্ধ, ছুটির দিন ডিআরএম বিল্ডিং বন্ধ। রেলমন্ত্রীর নির্দেশে এখন বিজেপির হয়ে প্রচারে এসেছেন জেনরেল ম্যানেজার। ' তৃণমূল নেতার প্রশ্ন ছুটির দিনে কেন উনি 'পরিদর্শনে' আসবেন?
আরও পড়ুন। টাটার জমি অধিগ্রহণ হয়েছিল ১৬ লাখ টাকা প্রতি একরে, সেই সিঙ্গুরে জমির দাম কত?
আরও পড়ুন। গোটা জনসভায় রেখা পাত্রের নাম নিলেন না প্রধানমন্ত্রী, সন্দেশখালি নিয়ে ব্যাকফুটে বিজেপি
এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনেও এ নিয়ে অভিযোগ জানানো হবে তৃণমূলের জেলা সম্পাদক জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এবার যদি তিনি এই ভাবে প্রচারে আসেন তবে তিনি যেখানে যেখানে যাবেন তৃণমূল কর্মীরা সেখানে সেখান বাইকে করে গিয়ে বিক্ষোভ দেখাবেন।
কটাক্ষ বিজেপির
বিজেপি এই অভিযোগকে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, হারের ভয়ে উল্টোপাল্টা অভিযোগ করছে তৃণমূল। দলের জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ‘যত দিন এগিয়ে আসছে তত এই ধরনের আচারণ বাড়ছে। হারের ভয়ে অশান্তি তৈরির করা চেষ্টা করেছে।’ তাদের বক্তব্য এই ভাবে বিক্ষোভ দেখিয়ে নিম্ন রুচির পরিচয় দিয়েছে তৃণমূল।
আরও পড়ুন। ‘TMC-তে যোগ দেব!’ প্রচারে শুনেই সিপিএম কর্মীর হাতে পতাকা দিলেন প্রতিমা মণ্ডল