২০০০ সালে বিহার রাজ্যের দক্ষিণ বিহার অংশটি পৃথক হয়ে গিয়ে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়। এই রাজ্যটি গঠিত হওয়ার পর এখনো পর্যন্ত চারবার লোকসভা নির্বাচন সংঘটিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন অর্থাৎ ২০২৪ সালের নির্বাচনটি ঝাড়খণ্ডে নির্বাচন কমিশনের নির্দেশানুসারে চারটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয়ে যাওয়ার পর মে মাসের ২৫ তারিখ তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে। তৃতীয় ধাপে এই রাজ্যের মোট ৪ টি লোকসভা কেন্দ্রের ভোটারদের ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলি হলো গিরিডি, ধানবাদ, রাঁচি, জামশেদপুর। এরমধ্যে রাজধানী রাঁচির ভোটের ওপর সবার নজর।
রাঁচি লোকসভা কেন্দ্রটি ছয়টি বিধানসভা নিয়ে গঠিত। সেগুলি হলো ইছাগড়, সিল্লি, খিজরী, রাঁচি, হাতিয়া, কানকে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে রাঁচি লোকসভা কেন্দ্রে ৪০.৮% ভোট পেয়ে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী সুবোধ কান্ত সহায় ভোটে বিজয়ী হয়েছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাম তাহাল চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন ৩৮.৬ শতাংশ। ২০০৯ সালে নির্বাচনেও একই ফলাফল হয়েছিল। বিজয়ী প্রার্থী ছিলেন কংগ্রেসের সুবোধ কান্ত সহায় এবং দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির রাম তাহাল চৌধুরী। আগেরবারের থেকে ভোট ব্যবধান কমে হয় ১৩৩৫০। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবারের জন্য এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। বিজয়ী প্রার্থী রাম তাহাল চৌধুরী ৪২.৭ শতাংশ ভোট পেয়েছিলেন। এবারে কংগ্রেস প্রার্থী সুবোধ কান্ত সহায়’র ভোট শতাংশ আগেরবারের ৪২.৯ থেকে কমে দাঁড়িয়েছিল মাত্র ২৩.৯ শতাংশে। তৃতীয় স্থানে ছিল আজসু পার্টির সুদেশ কুমার মাহাতো। বিজেপির প্রার্থী সঞ্জয় শেঠ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫৭.২ শতাংশ ভোট পেয়ে কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সুবোধ কান্ত সহায় এবারে ভোট পেয়েছিলেন ৩৪.৩ শতাংশ। আগের বারের বিজেপি প্রার্থী রাম তাহাল চৌধুরী এবারের ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ২.৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন।
২০২৪ নির্বাচনে বিজেপি'র জয়ী প্রার্থী সঞ্জয় শেঠের উল্টো দিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী যশস্বিনী সহায়। যশস্বিনী হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সুবোধ কান্তের কন্যা। এই প্রথমবার রাঁচিতে মহিলা প্রার্থী, সেই নিয়ে বিশেষ আকর্ষণ রাজ্যে। প্রিয়াঙ্কা গান্ধীও তাঁর জন্য প্রচার করেছেন। তবে শেষ বিচারে যশস্বিনী জিতবেন কিনা, সেটা নির্বাচনের দিন কত ভোটারকে বুথে আনতে পারছেন, তার ওপরই নির্ভর করবে। সেদিকে সাংগঠনিক ভাবে কিছুটা হলেও এগিয়ে আছে সঞ্জয় শেঠ।
এক নজরে দেখে নেওয়া যাক রাঁচি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলির শেষ বিধানসভা ভোটের ফলাফল। ২০২০ সালের শেষ বিধানসভা ভোটে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছয়টি বিধানসভার মধ্যে রাঁচি, হাতিয়া, কানকে আসনগুলি পেয়েছিল বিজেপি প্রার্থীরা এবং সিল্লিতে জিতেছিল আজসু পার্টি, ইছাগড়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, খিজরীতে কংগ্রেস।২০২০ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচনে মোট ৮১ টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩০ টি আসন পেয়ে প্রথম স্থানে ছিল, ২৫ টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এবং কংগ্রেস ছিল তৃতীয় স্থানে ১৬ টি আসন পেয়ে। কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট বেঁধে রাজ্য সরকার গঠন করেছিল।