যৌন নিগ্রহে অভিযুক্ত থাকা ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান তথা সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে বিজেপি এবার প্রার্থী করবে না বলেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সত্যি হল। এবার আর ব্রিজ ভুষণকে প্রার্থী করল না বিজেপি। পরিবর্তে ব্রিজ ভূষণের কনিষ্ঠ পুত্র করণ ভূষণ সিংকে উত্তর প্রদেশের কায়সারগঞ্জ থেকে টিকিট দিল পদ্ম শিবির। তবে যৌন নিগ্রহে অভিযুক্ত থাকা ব্রিজ ভূষণের ছেলেকে প্রার্থী করায় বিজেপির তীব্র নিন্দা করেছেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক।
আরও পড়ুন: সরকারের সঙ্গে আমাদের লড়াই নেই- অবসর ভাঙার ইঙ্গিত দিলেন সাক্ষী মালিক
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি থাকাকালীন ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগীরকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। তার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন কুস্তিগীররা। এরফলে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে। আর এবার সেই কারণেই বিজেপি তাঁকে প্রার্থী করেনি বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধানের পাশাপাশি ব্রিজ ভূষণ হলেন ৬ বারের সাংসদ। শুধুমাত্র কায়সারগঞ্জ থেকে তিনবার জয়ী হয়েছেন তিনি। ২০১৯ সালে তিনি ২ লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন। তিনি উত্তরপ্রদেশের একজন প্রভাবশালী বিজেপি নেতা হিসেবে পরিচিত হলেও তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর থেকেই রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ধাক্কা খায়।
একসময় ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনের নেমেছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগাতের মতো পদক জয়ী শীর্ষ স্তরের কুস্তিগীররা। এদিকে, এই অভিযোগ ওঠার পর ব্রিজভূষণকে ভারতের কুস্তি সংস্থার প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তাঁর সাংসদ পদ বাতিল করা হয়নি। তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে। পরে ব্রিজভূষণের এক ঘনিষ্ঠকে সভাপতি করায় কেঁদে কুস্তি ছাড়েন সাক্ষী মালিক।
এদিকে, ব্রিজভূষণের ছেলেকে প্রার্থী করায় বিজেপির তীব্র সমালোচনায় সরব হয়েছেন সাক্ষী মালিক। তিনি বলেন, ‘গ্রেফতার তো দূরের কথা, তাঁর ছেলেকে টিকিট দিয়ে আপনি দেশের কোটি কন্যার মনোবল ভেঙে দিয়েছেন।’ সরকার একজন মানুষের সামনে কি এতটাই দুর্বল যে শুধু একটি মাত্র পরিবারকেই টিকিট দিচ্ছে?’ তাই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, ব্রিজ ভূষণের বড় ছেলে প্রতীক ভূষণ সিং একজন বিধায়ক। করণ ভূষণ সিং বর্তমানে উত্তর প্রদেশের কুস্তি সংস্থার প্রধান।