অনেকটা সময় কেটে গিয়েছে। কিন্তু এবার ভোটবাজারে ফের সামনে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর প্রসঙ্গ। আর তার সবথেকে বড় কারণ হল ইন্দিরাকে খুন করেছিল যে দেহরক্ষী তার অন্যতম হল বিয়ন্ত সিং। সেই বিয়ন্তের পুত্র সর্বজিৎ সিং খালসা এবার নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। পাঞ্জাবের ফরিদকোট কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন।
তবে প্রার্থীর অন্য়তম পরিচয় হল তিনি বিয়ন্ত সিংয়ের পুত্র। আর সেই প্রার্থীর সমর্থনে যে প্রচার সেখানে উঠল বিয়ন্ত সিং অমর রহে বলে স্লোগান। যার গুলিতে রক্ত ঝড়েছিল সেই বিয়ন্ত সিংকে শহিদ বলেও উল্লেখ করা হয়েছে। আর সেই বিয়ন্ত সিংয়ের পুত্রকে শহিদ পুত্র বলে উল্লেখ করা হয়েছে।
৩১শে অক্টোবর, ১৯৮৪। নিজের বাসভবনে দুই দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
তবে তাৎপর্যপূর্ণভাবে সেই বিয়ন্তের পুত্রের মিছিলে অমর শহিদের পুত্র সর্বজিৎ বলে উল্লেখ করা হয়েছে। গত সোমবার ফরিদপুর গ্রামের ভাইরূপা গ্রামে মিছিল করা হয়েছিল। সেই মিছিলে প্রচুর লোকজনও জড়ো হয়েছিলেন। কিন্তু সেখানে বিয়ন্তকে যেভাবে শহিদ বলে উল্লেখ করা হয়েছে তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
বিয়ন্তের ছেলের বয়স ৪৫ বছর। কিন্তু কেন তিনি প্রার্থী হলেন, কারা রয়েছে তার এই প্রার্থী হওয়ার পেছনে তা নিয়ে নানা চর্চা চলছে। তবে তিনি প্রার্থী হওয়ার পর থেকেই বার বার সামনে আসছে সেই ইন্দিরা গান্ধীকে হত্যার প্রসঙ্গ। সেদিন গুলি চালিয়ে বন্দুক ছুঁড়ে ফেলে দিয়েছিল বিয়ন্ত। এরপর এক রক্ষী চ্যালেঞ্জ করলে সে জলের জগ ছুঁড়ে দেয়। এরপরই তাকে গুলি করা হয়। অপর হত্যাকারী সতবন্ত সিংকে ফাঁসিতে ঝোলানো হয়।