রাত পোহালেই লোকসভা ভোটের গণনা। সকাল থেকেই গণনা শুরু হয়ে যাবে। ফলে সকাল সকাল গণনা কেন্দ্রে পৌঁছে যেতে হবে ভোট কর্মীদের। এই অবস্থায় ভোট কর্মীরা যাতে সহজেই গণনা কেন্দ্রে পৌঁছে যেতে পারেন তার জন্য উদ্যোগী হল রেল। ভোট কর্মীদের সুবিধার্থে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনে এই বিশেষ ট্রেন চালানো হবে। এই মর্মে আজ সোমবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে-কোন রুটে, কটি স্পেশ্যাল ট্রেন চলবে।
আরও পড়ুন: ভোট গণনার দিন বন্ধ থাকবে মদের দোকান, কলকাতায় আগাম লাইনে সুরাপ্রেমীরা
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট গণনায় নিযুক্ত থাকা কর্মীদের চলাচলের সুবিধার্থে আগামীকাল মঙ্গলবার বিশেষ ইএমইউ ট্রেন শিয়ালদা ডিভিশনে চলবে।ভিড়ের মধ্যে যাতায়াতে ভোট কর্মীদের যেন অসুবিধা না হয় তার জন্য জেলা নির্বাচনী আধিকারিক এবং দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকের তরফে পূর্ব রেলের কাছে আগেই অনুরোধ করা হয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখে এই বিশেষ ট্রেন চালানো হবে শিয়ালদা দক্ষিণ শাখার শিয়ালদা-ক্যানিং রুটে। শুধুমাত্র সকালের দিকে একটিই বিশেষ ট্রেন চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
কখন ট্রেনটি ছাড়বে সে বিষয়েও রেলের তরফে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই স্পেশ্যাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সকাল ৪ টে ৫০ মিনিট নাগাদ এবং ট্রেনটি ক্যানিং পৌঁছবে সকাল ৬ টা ৩ মিনিটে। ভোট কর্মীদের সুবিধার্থে ট্রেনটি সব স্টেশনে দাঁড়াবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘আগামীকাল ভোট গণনা। তাই ভোট কর্মীদের গণনা কেন্দ্রে একটু আগে গিয়ে পৌঁছতে হবে। এর জন্য তাদের উপর স্বাভাবিকভাবেই চাপ রয়েছে। সেই উদ্দেশ্যে ভোট কর্মীদের গণনা কেন্দ্রে পৌঁছনো সুগম করতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের তরফে আমাদের চিঠি দেওয়া হয়েছিল। সেই কথা মাথায় রেখে আগামীকাল এই বিশেষ ট্রেন চালানো হবে।
প্রসঙ্গত, এর আগে ১ জুন শেষ দফার ভোটে কর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত ট্রেন চালানো হয়েছিল। গত ১ ও ২ জন মধ্যরাত অবধি ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা শাখায় স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। আর এবার ভোট গণনার জন্য স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।