বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Srijan Bhattacharya: জন্মদিনে প্রচারে বেরিয়ে ‘সারপ্রাইজ’ পেলেন সৃজন, কর্মীদের আবদারে কাটলেন কেক

Srijan Bhattacharya: জন্মদিনে প্রচারে বেরিয়ে ‘সারপ্রাইজ’ পেলেন সৃজন, কর্মীদের আবদারে কাটলেন কেক

জন্মদিনে প্রচারে বেরিয়ে ‘সারপ্রাইজ’ পেলেন সৃজন, কর্মীদের আবদারে কাটলেন কেক

আজ ১২ মে হল সৃজনের জন্মদিন। ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জন্মদিনের শুভেচ্ছায় ভরে গিয়েছে। আর ভোট প্রচারে বেরিয়েও তার অন্যথা হল না। বরঞ্চ কর্মী সমর্থকদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে আপ্লুত হলেন সৃজন। রবিবাসরীয় প্রচারে ভাঙড়ে যান তিনি। এদিন টোটোতে চেপেই প্রচার সাড়েন। 

বাম প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন সৃজন ভট্টাচার্য। যাদবপুরের মতো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র থেকে এবার তাঁকে প্রার্থী করেছে সিপিএম। আর প্রার্থী হওয়ার পর থেকে অভিনব কায়দায় প্রচার চালাচ্ছেন এই বাম নেতা। কখনও পায়ে হেঁটে আবার কখনও মেয়েদের সমস্যা তুলে ধরে তাদের জন্য আলাদা কর্মসূচি করে নজর কেড়েছেন সৃজন ভট্টাচার্য। আর এবার ভোট প্রচারে বেরিয়ে কর্মীদের কাছ থেকেই একের পর এক ‘সারপ্রাইজ’ পেলেন সিপিএম প্রার্থী।

আরও পড়ুনঃ বাড়ি আছে, ব্যাঙ্কে রয়েছে প্রচুর টাকা, কোটিপতি সৃজন! আর কী আছে বাম প্রার্থীর

আসলে ১২ মে ছিল সৃজনের জন্মদিন। ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জন্মদিনের শুভেচ্ছায় ভরে গিয়েছে। আর ভোট প্রচারে বেরিয়েও তার অন্যথা হল না। বরঞ্চ কর্মী সমর্থকদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে আপ্লুত হলেন সৃজন। রবিবাসরীয় প্রচারে ভাঙড়ে যান তিনি। এদিন টোটোতে চেপেই প্রচার সাড়েন। বামনহাটা এলাকায় তিনি প্রচারে যেতেই দলের কর্মীরা তাঁর জন্য একটি কেক নিয়ে আসেন। এরপর কর্মীদের আবদার মেটাতে প্রচার থামিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। কর্মী সমর্থকদের সেই কেক খাওয়ান। কেকের উপরেও কাস্তে-হাতুড়ি আঁকা আর জন্মদিনের শুভেচ্ছা। আর সঙ্গে লেখা ছিল, ‘যাদবপুরে এবার সৃজন’।

এছাড়াও কর্মী সমর্থকদের কাছ থেকে আরক উপহার পান বাম প্রার্থী। প্রচারের ফাঁকেই এক সমর্থকদের কাছে থেকে একটি আঁকা নিজের ছবি উপহার হিসেবে পান সৃজন। জন্মদিনে ভাঙড় থেকে শুরু করে একাধিক বিধানসভা এলাকায় কর্মসূচি চালান। বামনঘাটা এলাকার কর্মীদের ভালোবাসায় তিনি আপ্লুত বলে দাবি করেন। তিনি বলেন, ‘অন্যান্য দিনের মতোই আজ প্রচারে বেরিয়েছিলাম। আলাদাভাবে জন্মদিন পালন করা হয় না। সেই বয়সও নেই। তবে এদিন প্রচারের মধ্যে কর্মীরা আমাকে সারপ্রাইজ দিয়েছেন। আমি জানতাম না। খুবই ভালো লেগেছে আমি আপ্লুত। তবে আমি কমরেডদের বলেছি ৪ তারিখ এর থেকেও বড় কেক আমরা কাটব।’ 

প্রসঙ্গত, ৪ জুন ভোটের ফল প্রকাশ হবে। এই কেন্দ্রে নিজের জয়ের ব্যাপারে তিনি যে আত্মবিশ্বাসী সে কথায় বোঝাতে চেয়েছেন সিপিএম প্রার্থী। তিনি বলেন, ‘প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষের চোখমুখ বলছে তারা যদি কোন বাধা না পান তাহলে বামেদেরকে ভোট দেবেন। যাদবপুরে সিপিএম চমকে দেওয়ার মতো ফল করবে। জেতার জায়গায় আছে।’

ভোটযুদ্ধ খবর

Latest News

‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.