ঐতিহাসিক লোকসভা নির্বাচনের সাক্ষী থাকল শ্রীনগর। সোমবার বিকেলে জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে জানানো হয়েছে যে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রীনগর লোকসভা কেন্দ্রে ৩৬.১ শতাংশ ভোট পড়েছে (চূড়ান্ত ভোটদানের হারও বেশি হবে)। যা ১৯৯৬ সালের পর থেকে সর্বোচ্চ। আর ২০১৯ সালে যা ভোট পড়েছিল, তার আড়াই গুণেরও বেশি। ২০১৯ সালে ভোটদানের হার ছিল মাত্র ১৪.৪ শতাংশ। সেখান থেকে ২০২৪ সালে যত শতাংশ ভোট পড়ল, তা অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষত জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরে প্রথম বড় কোনও নির্বাচনে রেকর্ড ভোটদানের বিষয়টি নরেন্দ্র মোদী সরকারের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হবে। ৩৭০ ধারা প্রত্যাহারের পরে ভূস্বর্গে শান্তি ফিরেছে বলে মোদী সরকারের তরফে বারবার যে দাবি করা হয়, সেটার আরও ‘প্রমাণ’ হিসেবে আজকের ভোটদানের হার তুলে ধরা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বিচ্ছিন্নতাবাদী নেতাদের ডেরায় বেড়েছে ভোটদান
অতীতে শ্রীনগর লোকসভা কেন্দ্রের শহুরে এলাকায় ভোটদানের হার একেবারেই কম থাকত। কিন্তু ৩৭০ ধারা প্রত্যাহারের পরে প্রথম বড় নির্বাচনে ভালোই ভোট পড়েছে। পুরনো শহরের মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের ডেরা হিসেবে যে এলাকাগুলি পরিচিত ছিল, সেখানে ভোটদানের হার নেহাত কম হয়নি। এবার ওইসব জায়গায় ভোট বয়কটের ডাক দেওয়া হয়নি। সেই পরিস্থিতিতে নির্ভয়ে অনেক মানুষ নিজেদের গণতান্ত্রিক প্রয়োগ করেছেন।
ভোটারদের প্রতিক্রিয়া
পুরনো শ্রীনগরের পুরনো সরকারি ভবনের কেন্দ্রে ভোট দেওয়ার পরে ৭৩ বছরের গুলাম রসুল মাট্টু বলেন, 'শান্তি এবং সমৃদ্ধি জন্য তিন দশক পরে ভোট দিলাম।' সঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করছি, আজ যে ভোট দিলাম, সেটা আমাদের এলাকায় আরও শান্তি ফিরিয়ে আনবে।’ একইসুরে গান্ধেরওয়াল জেলায় গুলাম মহম্মদ বলেন, 'অতীতে যখন নির্বাচন হত, তখন খুব মানুষ ভোট দিতেন। এবার কোনওরকম ভয় ছাড়াই অনেক মানুষ ভোট দিয়েছেন। ভোট বয়কটের সিদ্ধান্তটা কখনও ভালো বিষয় নয়।'
অতীতের মতো সোমবার শ্রীনগরের ২,১৩৫টি ভোটকেন্দ্রের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে জানানো হয়েছে, প্রায় তিন দশকে সর্বোচ্চ ভোট পড়ল। কোনও নেতিবাচক ঘটনা ঘটেনি। প্রচারের সময়ও হয়নি। ভোটের দিনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জম্মু ও কাশ্মীরের সার্বিক পরিবেশের উন্নতি হয়েছে। তাই বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।
১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীনগর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার
১) ১৯৯৬ সাল: ৪০.৯ শতাংশ।
২) ১৯৯৮ সাল: ৩০ শতাংশ।
৩) ১৯৯৯ সাল: ১১.৯ শতাংশ।
৪) ২০০৪ সাল: ১৮.৫ শতাংশ।
৫) ২০০৯ সাল: ২৫.৫ শতাংশ।
৬) ২০১৪ সাল: ২৫.৮ শতাংশ।
৭) ২০১৭ সাল: ৭.১ শতাংশ।
৮) ২০১৯ সাল: ১৪.৪ শতাংশ।