বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Suvendu Attacked Mamata: আপনি রকে গিয়ে বসুন, মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করায় শুভেন্দুর নিশানায় মমতা

Suvendu Attacked Mamata: আপনি রকে গিয়ে বসুন, মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করায় শুভেন্দুর নিশানায় মমতা

আপনি রকে গিয়ে বসুন, মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করায় শুভেন্দুর নিশানায় মমতা

শুভেন্দুবাবু বলেন, ‘এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। সমর্থন করেন আপনারা? টিভিতে ঘুরিয়ে দেন। আমি দেখেছি। আগে হাঁ করে লোক শুনত। এখন দেখলেই বলে, চেঞ্জ কর, চেঞ্জ কর। সিরিয়ালে চলে যা। বাচ্চারা বলে, পোগো দেখব, একে দেখব না'।

এবার মুখ্যমন্ত্রীর মুখের ভাষা নিয়ে তাঁকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মহিষাদলে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক জনসভায় তিনি বলেন, ‘আগে হাঁ করে লোক শুনত। এখন দেখলেই বলে, চেঞ্জ কর, চেঞ্জ কর।’

রকে গিয়ে বসুন

শুভেন্দুবাবু বলেন, ‘এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। সমর্থন করেন আপনারা? টিভিতে ঘুরিয়ে দেন। আমি দেখেছি। আগে হাঁ করে লোক শুনত। এখন দেখলেই বলে, চেঞ্জ কর, চেঞ্জ কর। সিরিয়ালে চলে যা। বাচ্চারা বলে, পোগো দেখব, একে দেখব না। এত কদর্য ভাষা... বলছে, রাম নবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে। এটা হিন্দু? একটা জালি হিন্দু! মুসলমানদের কিচ্ছু দেয়নি’। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর মুখে রকের ছেলেদের মতো ভাষা। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে রকে গিয়ে বসুন।’

চিটিংবাজ IPAC

আবাস যোজনার নাম নথিভুক্তিকরের নামে রাজ্যের মানুষের সঙ্গে IPAC প্রতারণা করছে বলে দাবি করে শুভেন্দুবাবু বলেন, ‘পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে। ফর নিয়ে ঘুরছে। দেখবেন, ছাপাখানার নাম নেই। এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যা নম্বর দিয়ে যাচ্ছে পরে স্যুইচ অফ বলবে। পাবেন না, চৌঠা জুনের পর এই নম্বর সব স্যুইচ অফ হয়ে যাবে’।

শুভেন্দুবাবু বলেন, ‘এই চিটারগুলোকে আমি জানি। আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যত জনকে নম্বর দিয়ে এসেছিল, কার ক্লাবঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, ভোটের পরে সব স্যুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম ওই চিটারগুলোকে, তোমাদের ফোন করে লোকে পায় না কেন? তুমি পাড়ায় গিয়ে নম্বর দিয়ে এসেছ। বলে, ওটা আমাদের সিস্টেম। আমরা নম্বর চেঞ্জ করে ফেলেছি'।

ডিসেম্বরেই ডকে

শুভেন্দু বলেন, 'এই চিটিংবাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছে, সই করে দেন। আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল। কবে পাবেন টাকা, ডিসেম্বর মাসে। ততদিনে তো পিসি - ভাইপোকে আমরা ডকে তুলে দেব। থাকবেই না, এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না। নরেন্দ্র মোদীজির কথা। ধূপগুড়িতে তিনি বলে গেছেন, তৃণমূলের অর্ধেক চোরকে ঢুকিয়েছি। আর বাকি অর্ধেক চোরকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেব। মাফলার তো গেছে, এবার হাওয়ার চটির পালা। এই চিটিংবাজদের পাল্লায় পড়বেন না’।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.